• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলোর অসুখ । হাবীব ইমন


হাবীব ইমন
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১০:৫৪ এএম
আলোর অসুখ । হাবীব ইমন

যদি বলি উচ্চতায় পৌঁছে গেছি, বেশি বলা হবে।
নাকি অহমিকা প্রকাশ; প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে
কোন উচ্চতায়
বাতচিত করি না, হাসতে হাসতে জীবন পার করি

ক্যামেরা তাক করা থাকে, 
ছবি ওঠে না, চারিদিক আলোময়, কিন্তু অন্ধকার
অন্ধকার বড়ই লাজুক, আর্ত প্রেমিকার মুখ
সঘন সংগোপনে লুকিয়ে রাখে আলোর অসুখ

যদি বলি আমি উচ্চতায় পৌঁছে গেছি, ভুল বলা হবে?
বড্ড বেসুরো লাগে সাজানো বাগানে
বাতাসে শতছিন্ন ভিন্ন গাঙ—
এতো কান্না—এতো জল 
কাঁদি না, তবু, কাঁদিয়ে চলে যায় জীবন।

Link copied!