সিনেমা আলোচনা
পায়েল কাপাডিয়ার আলোকময় কাব্য
চোখ ঝলমলিয়ে দেওয়া আলোর শহরে মানুষ বিচ্ছিন্ন। চোখ ধাঁধিয়ে দেওয়া শহুরে কৃত্রিম আলোতে মানুষের চোখ যেন পাশের মানুষটির ভেতরে থাকা হৃদয়পুরের খবর পড়তে পারে না। এমনকি নিজের হৃদয়েরটাও নয়। এ যেন লালনের সেই গানের মতো—বাড়ির পাশে আরশি নগর, সেথায় পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। একেকটি মানুষ আসলে আয়নার