কথাসাহিত্যে মঞ্জু সরকার, মুক্তিযুদ্ধ গবেষণায় সালেক খোকন এবং তরুণ কথাসাহিত্যিক শাখায় কিযী তাহনিন পেয়েছেন ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’। সেই সঙ্গে গবেষণা ও অর্থনীতিবিষয়ক রচনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। এ আয়োজনে এবারই প্রথম ‘আজীবন সম্মাননা’ দেওয়া হলো।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
সালেক খোকন ‘৭১-এর আকরগ্রন্থ’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে; মঞ্জু সরকার ‘উজানযাত্রা’ গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে এবং কিযী তাহনিন ‘বুধ গ্রহে চাঁদ উঠেছে’ গ্রন্থের জন্য ‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ও দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন।
আজীবন সম্মাননা পুরস্কার বিজয়ীকে পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা, ‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ ও ‘কবিতা ও কথাসাহিত্য’ এ দুই শ্রেণিতে বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে দুই লাখ টাকা করে পান এবং ‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী পান এক লাখ টাকা। এছাড়া প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট এবং সম্মাননাপত্রও প্রদান করা হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন বলেন, “এই পুরস্কার এরই মধ্যে দেশের সাহিত্য জগতে একটি অন্যতম মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে। এই পুরস্কার দেশের লেখক ও সাহিত্যিকদের বিশেষ করে তরুণ লেখকদের অনুপ্রাণিত করছে। আর পাঠক পাচ্ছেন রুচিশীল বই পড়ার সুযোগ। দেশের তরুণ উদীয়মান এবং প্রতিভাবান লেখকদের সৃষ্টিশীল কাজের একটি প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে এ পুরস্কার। আমরা এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত।”