দেশের রিকশাচিত্র-শিল্পীদের সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ১১১ জন রিকশাচিত্র-শিল্পীকে সনদ, শুভেচ্ছা-স্মারক এবং ১০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, “বাংলাদেশের রিকশাচিত্র-শিল্পের ইতিহাসে ইউনেস্কো-স্বীকৃতি এক অসামান্য অর্জন। এই অর্জন বাংলাদেশের লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করবে। বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক প্রণোদনায় রিকশাচিত্র-শিল্পের কারিগরদের সংবর্ধিত করতে পেরে আনন্দিত।”
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলার লোকসংস্কৃতির এক অনন্য উদাহরণ রিকশাচিত্র-শিল্প। এই শিল্প দেশের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বসভায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. শাহাদাৎ হোসেন নিপু।