বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে আছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে।
পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।
বাংলাদেশের পাপেটম্যান হিসেবেখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।
মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া জানান, বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
১ সেপ্টেম্বর ছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন।