সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়েছে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মরদেহ।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় সেখানে তাঁর মরদেহ আনা হয়। রাখা হবে দুপুর ১২টা পর্যন্ত।
বুলবুল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একাডেমি প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
এর আগে শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন বুলবুল চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গত ফেব্রুয়ারিতে ক্যানসার ধরা পড়ে এই কথাসাহিত্যিকের।
১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে বুলবুল চৌধুরীর জন্ম। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাঁকে একুশে পদকে সম্মানিত করে।এর আগে ২০১১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।
বুলবুল চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে (ছোটগল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।