• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিশুদের পছন্দের শীর্ষে বঙ্গবন্ধুর বই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:০৩ পিএম
শিশুদের পছন্দের শীর্ষে বঙ্গবন্ধুর বই

অমর একুশে বইমেলা জমে উঠেছে। প্রতিদিনই দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। এবার বইমেলা শিশুদের পছন্দের শীর্ষে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানান বইয়ের সমাহার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা যায় উৎসুক জনতার ভিড়। এবছর বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত হয়েছে অসংখ্য বই। স্টলগুলোতে জায়গা করে নিয়েছে ইতিহাসের সাক্ষী স্বরূপ এ বইগুলো।

এবার বইমেলায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রচিত বই। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও গণতান্ত্রিক ধারা পরিক্রমা, ইতিহাস-ঐতিহ্য নির্ভর দেশ-বিদেশের অনেক লেখকের বই।

বাংলা একাডেমির চত্বরে বঙ্গবন্ধু ফাইন্ডেশনে বই কিনতে এসেছে ছোট্ট আরোশি। মামা-মামির হাত ধরে মেলায় এসেছে ক্লাস টুতে পড়ুয়া শিশুটি। স্টলের বইগুলোর মধ্যে খুঁজছে আরোশির পছন্দের ‘বর্ণমালায় বঙ্গবন্ধু’ বইটি।

বঙ্গবন্ধুকে জানতে চাওয়ায় আরোশি বলে, “বঙ্গবন্ধু হচ্ছে বাংলার বন্ধু। আমি তো বাংলাদেশে থাকি। তার মানে বঙ্গবন্ধু আমারও বন্ধু। আমি মামাকে বলেছি, আমাকে আমার বন্ধুর বই কিনে দাও। আমি আজ আমার বন্ধুর বই কিনতে এসেছি।”

কোন শ্রেণি-পেশার পাঠক বেশি বঙ্গবন্ধুর বই কিনছেন জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে কার্যকরী সদস্য ইফতেখার সুজন বলেন, “বঙ্গবন্ধুর বই সংগ্রহ করতে মেলায় মূলত আসছেন নানান বয়স, শ্রেণি-পেশা ও  ধর্ম-বর্ণের মানুষ। তবে ইতিহাস সচেতন ব্যক্তিবর্গ এবং রাজনীতির মানুষ বই বেশি কিনছেন। তাছাড়া শিশুতোষ বইগুলোর চাহিদা এবার বেশি। শিশুরা বঙ্গবন্ধুর ওপর লেখা বইগুলো বেশ পছন্দ করছে।”

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কোন বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেশি জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য সর্দার মামুন বলেন, “বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে জানার জন্যই মূলত পাঠক বই কিনছেন। যেহেতু বাংলার ইতিহাস অবিকৃত সেহেতু বাংলার সে ইতিহাস জানার জন্য বই কিনছে পাঠক। বঙ্গবন্ধু-বঙ্গমাতা-শেখ রাসেল অর্থাৎ ব্যক্তি মুজিব সম্পর্কে জানতে পাঠক অনেক আগ্রহী। তাছাড়া শিশুদের জন্য ছড়া-কবিতার বইয়ের চাহিদা আছে এবার।”

বইমেলা ও বঙ্গবন্ধু এ দুইটি বিষয়ে শিশুদের প্রতিক্রিয়া জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা নূর-ই-আলম বলেন, “বইমেলা শিশুদের একটি আগ্রহের জায়গা। এখানে শিশুরা বই দেখে ইচ্ছে মতো পছন্দ করে বই কেনে। তবে এবছর বইমেলায় বইকেনার দিকে শিশুদের আগ্রহের জায়গাটা অনেক বেশি। এমন কি কোনো কোনো শিশু তো আগে থেকেই ঠিক করে রেখেছে সে কোন কোন বই কিনবে। সবমিলিয়ে এবার বইমেলায় শিশুদের আগ্রহ আমরা অনেক দেখছি। আমরা আশাবাদী আমাদের পরবর্তী প্রজন্মের কাছে।”

অমর একুশে বইমেলায় এবার জায়গা করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, একাত্তরের অজানী অধ্যায়, মুক্তিযুদ্ধে বাংলাদেশ, কারা মুজিবের হত্যাকারী, বঙ্গবন্ধু কাদলে, মুজিব দা গ্রেট, দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু, তিনি একজনই, বাঙালির মুক্তির সংগ্রাম ও আমার, জাতির পিতার দর্শন, ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, বিশ্বজয়ী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও দুই কন্যার কথা, ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু,  বঙ্গবন্ধু: ইতিহাসের শেষ কথা, শেখ মুজিব আমার পিতা, বঙ্গবন্ধু মুক্তযুদ্ধ, বঙ্গবন্ধু ও চলচ্চিত্র, মুজিব হত্যাকাণ্ডের ইতিবৃত্তি, বঙ্গবন্ধুর জীবন মননে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, ইতিহাসের মহানায়কসহ অসংখ্য বই।

এছাড়া ছোটদের জন্য রয়েছে, প্রিয় বঙ্গবন্ধু, মুজিব-৭.৮.১০, শেখ মুজিবের ছড়া, ছোটদের বঙ্গমাতা, কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর বীরগাঁথা, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা,বঙ্গবন্ধুর ভাষণ, আমি রাসেল বলছি প্রভৃতি।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!