• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মেলায় সামছুল আলমের বই ‘আমার দেখা বঙ্গবন্ধু’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৬:২১ পিএম
মেলায় সামছুল আলমের বই ‘আমার দেখা বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দুর্লভ কিছু স্মৃতি এবং অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘আমার দেখা বঙ্গবন্ধু’। বইটি সম্পাদনা করেছেন সামছুল আলম সাদ্দাম।

বঙ্গবন্ধুর ১০০ ঘনিষ্ঠ সহচরদের সাক্ষাৎকার এবং বঙ্গবন্ধুর সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো নিয়ে সাজানো হয়েছে বইটি। বঙ্গবন্ধুর যাপিত জীবনের নানা স্মৃতি, পরিকল্পনা এবং দেশ বিনির্মাণে অসম সাহসিকতার চিত্র অঙ্কিত হয়েছে এতে।

নতুন বইটি নিয়ে সামছুল আলম সাদ্দাম বলেন, “আমি আশা করি এ বইয়ের মধ্য দিয়ে এই প্রজন্ম বঙ্গবন্ধুকে নতুন করে জানতে পারবে। বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগরের সম্পর্কে বিস্তারিত জেনে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমাদের তরুণরা। পাশাপাশি জাতির জনকের জীবন দর্শনের ওপর গবেষণায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

সামছুল আলম সাদ্দামের লেখালেখির শুরু ছোটবেলা থেকেই। একাধিক জাতীয় দৈনিকে তার গল্প, গান এবং কবিতা প্রকাশিত হয়েছে। সাংবাদিকতায় ২০১১ সালে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন তিনি। এছাড়া ২০১৪ সালে সাংবাদিকতায় মাদার তেরেসা অ্যাওয়ার্ড পান। সাপ্তাহিক আলোর দিশারী পত্রিকা থেকে বর্ষসেরা সাংবাদিকতায় আলোর দিশারী অ্যাওয়ার্ড ২০১৯ এবং ২০২০ এ অর্জন করেন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামে সামছুল আলম সাদ্দামের জন্ম। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।  

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!