• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় স্বকৃত নোমানের একগুচ্ছ বই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৫:৫৪ পিএম
বইমেলায় স্বকৃত নোমানের একগুচ্ছ বই

অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক স্বকৃত নোমানের একাধিক বই। বিদ্যাপ্রকাশ এনেছে নতুন উপন্যাস ‘মহুয়ার ঘ্রাণ’, পাঠক সমাবেশ থেকে প্রকাশ হয়েছে উপন্যাস ও ঔপন্যাসিক বিষয়ক গদ্যের বই ‘উপন্যাসের পথে’। এ ছাড়া পাঠক সমাবেশ থেকে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ‘উপন্যাস সংগ্রহ’এবং এক খণ্ডের ‘গল্পসংগ্রহ’। এরই মধ্যে সব কটি বই প্রকাশিত হয়েছে এবং মেলার প্রথম দিন থেকেই বইগুলো পাওয়া যাচ্ছে।

বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত ‘মহুয়ার ঘ্রাণ’উপন্যাসটি বিষয়বস্তুর দিক থেকে ব্যতিক্রম। অস্ট্রেলিয়া-প্রবাসী সৈয়দ শিশির, বিশ্ববিদ্যালয় শিক্ষক তুষার মজুমদার এবং পাহাড় ও অরণ্যবেষ্টিত কুমারা গ্রামকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনি আবর্তিত। শিশির পৃথিবীর সেরা একজন কম্পিউটার প্রকৌশলী। প্রযুক্তি, নারী আর মদ―এই তিনকে ঘিরে তার জীবন। দেশকে ভুলে গিয়েছিল। হঠাৎ একদিন শৈশবে দেখা এক কুটুমপাখির স্মৃতি ব্যাকুল করে তোলে তাকে। কুটুমপাখির টানে সে ফিরে আসে দেশে। খাগড়াছড়ির সাজেকে গিয়ে আটকা পড়ে লকডাউনে। তুষারের সঙ্গে তার সেখানেই পরিচয়। এথনোগ্রাফীয় গবেষণার জন্য সেখানে গিয়েছিল তুষার। পৃথিবী কাঁপানো মহামারি দুজনকে নিয়ে যায় পাহাড় ও অরণ্যে ঘেরা দুর্গম জনপদ কুমারায়।

বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান খোকা বলেন, “উপন্যাসটি প্রকাশিত হয়েছে মেলার আগেই, জানুয়ারিতে। প্রকাশের পরই ভালো সাড়া পাওয়া গেছে। আমরা প্রি-অর্ডার করেছিলাম। তখন অনেক পাঠক বইটি সংগ্রহ করেছেন। অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও অনেক বই বিক্রি হয়েছে। আশা করছি বইমেলাতেও ভালো বিক্রি হবে।”

প্রায় ২৬০ পৃষ্ঠার উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী সমর মজুমদার। দাম রাখা হয়েছে ৪২৫ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বিদ্যাপ্রকাশের ৫৭—৬০ নম্বর স্টলে।

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত উপন্যাস ও ঔপন্যাসিক বিষয়ে গদ্যের বই ‘উপন্যাসের পথে’ প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। প্রথম সংস্করণে বইটির পৃষ্ঠা সংখ্যা ছিল ৯৬, বর্তমান সংস্করণে পৃষ্ঠা বেড়ে দাঁড়িয়েছে ২৩২। বলতে গেলে স্বকৃত নোমান বইটি পুনর্লিখন করেছেন। বইটি সম্পর্কে লেখক বলেন, “কথাসাহিত্য এক কঠিন যাত্রা। সেই যাত্রাপথ সম্পর্কে জানা থাকা দরকার। তরুণ কথাসাহিত্যিকদের জন্য বইটি হতে পারে সেই যাত্রাপথের সহায়ক। উপন্যাস নিয়ে এমন বই বাংলাদেশে কম।”

এ ছাড়া পাঠক সমাবেশ থেকে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ‘উপন্যাস সংগ্রহ’। প্রায় বারোশ পৃষ্ঠার সংকলন দুটিতে রয়েছে লেখকের ছয়টি উপন্যাস : রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা এবং মায়ামুকুট।

সংকলনটি প্রসঙ্গে পাঠক সমাবেশের প্রকাশক সাহিদুল ইসলাম বিজু বলেন, “বিষয়বৈচিত্র্য, স্বতন্ত্র ভাষা ও প্রকরণের কারণে স্বকৃত নোমানের উপন্যাস দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাভাষী পাঠকদের কাছে সমাদৃত হচ্ছে। তাঁর প্রতিটি উপন্যাস প্রাচুর্যময়। সমকালীনতা, ইতিহাস, ঐতিহ্য, মিথ, সংস্কার, কুসংস্কার, প্রেম, প্রকৃতি সব কিছুকেই ধারণ করে। তাঁর সংকলন দুটির প্রতি পাঠকদের আগ্রহ লক্ষ করছি। কেবল বাংলাদেশে নয়, পশ্চিবঙ্গেও আমাদের আউটলেটের মাধ্যমে ভালো বিক্রি হচ্ছে।”

দুই খণ্ডের উপন্যাস সংগ্রহের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। দাম রাখা হয়েছে ১ হাজার ৯শ ৯০ টাকা। বইমেলায় যথারীতি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে।

উপন্যাসের  পাশাপাশি গল্পও লিখে চলেছেন স্বকৃত নোমান। এবারের মেলায় পাঠক সমাবেশ এনেছে তাঁর ‘গল্পসংগ্রহ’। এই সংকলনে স্থান পেয়েছে চারটি গল্পের বই : নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক, ইবিকাসের বংশধর এবং বানিয়াশান্তার মেয়ে। মোট ৫৭টি গল্প রয়েছে বইটিতে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। বইগুলো পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশের ১৪ নম্বর প্যাভিলিয়নে।

অপরদিকে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে লেখকের ‘সেরা দশ গল্প’। প্রায় দেড় শ পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে এ যাবৎকালে রচিত তাঁর সেরা দশটি গল্প।

Link copied!