• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুমের মধ্যে শান্তির মৃত্যু চেয়েছিলাম


রনি অধিকারী
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৭:১৩ পিএম
ঘুমের মধ্যে শান্তির মৃত্যু চেয়েছিলাম

আমার আরাধ্য ছিল ঘুমের মধ্যে শান্তির মৃত্যু
কিন্তু... আমি এভাবেই কোনো দিন মরতে চাইনি
কীভাবে সমস্ত আলো নিভে গেল, হয়তো দুঃস্বপ্ন!
জীবন-স্বপ্নের অর্ধপথ না পেরোতে—এই অন্ধকার।

বিশাল জগতে শুধু একটি রহস্য যা আমার
লুকানো অন্যায় তা-ও, অনর্থক অপচয়...

ও প্রিয় প্রিমিথিউস, এভাবে কি আচানক মৃত্যু আসে?
তবে সত্যিই ঘুমের মধ্যে শান্তির মৃত্যু চেয়েছিলাম।

Link copied!