• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ক’ সম্বন্ধীয় চিত্র প্রদর্শনী 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৭:৪২ পিএম
‘ক’ সম্বন্ধীয় চিত্র প্রদর্শনী 

রাজধানীর ধানমন্ডিতে ‘ক’ সম্বন্ধীয় শিরোনামে শিল্পী আজিজি ফাওমি খানের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অ্যালিয়ান্স ফ্রসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্ধোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের চার্জ ডি অ্যাফেয়ার্স জেরেমি ওপ্রিতেসকো।

প্রধান অতিথি বলেন, “আজিজি ফাওমি খান একজন ভিস্যুয়াল আর্টিস্ট। তার কাজে রয়েছে স্টাইলে প্রতিয়মান লোকজ মোটিফ এবং দেশীয় প্রেক্ষাপটের মিলন। আর তার সঙ্গে রয়েছে ইম্প্রেশনিস্টিক ধারার চর্চার ছাপ। যা তরুণ প্রজন্মকে শিল্পকর্ম নির্মাণে আরও অনুপ্রাণিত করবে।”

শিল্পী আজিজি ফাওমি খান বলেন, “এই প্রদর্শনীর মধ্য দিয়ে আমার বিগত পাঁচ বছরের পরিভ্রমণের পুরোটা পথ প্রত্যক্ষ করা যাবে। আমার শৈশব ও তার পূর্বজদের জীবন, জন্মভূমির ঐতিহ্য এবং প্রজন্মের পরম্পরায় প্রবাহিত দেশাচার ও কৃষ্টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ‘ক’ সম্বন্ধীয় হলো স্মৃতিচারণ, যার অস্তিত্ব হয়তো এখন শুধুমাত্র মানুষ ও ভাবনার জগতে বিরাজ করে। প্রদর্শনীতে আমার আঁকা ১৫টি চিত্র আপনারা দেখবেন। প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।”

Link copied!