• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‘এবং বই’-এর নতুন সংখ্যা প্রকাশিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৬:২৩ পিএম
‘এবং বই’-এর নতুন সংখ্যা প্রকাশিত

বইবিষয়ক পত্রিকা  ‘এবং বই’-এর নতুন সংখ্যা  (৪র্থ বর্ষ, ২য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত এটি একটি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, বই কথন, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ। সব্যসাচী হাজরা’র নামলিপিতে এই সংখ্যার প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

চলতি সংখ্যার এবং বইতে লিখেছেন— কাজী আলিম-উজ-জামান , জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী, মনিরুল ইসলাম, সঞ্জয় সরকার, আঁখি সিদ্দিকা, ফারুক সুমন, সাইফ বরকতুল্লাহ, ইলিয়াস বাবর ও জাকারিয়া মণ্ডল।
এ ছাড়াও রয়েছে কথাসাহিত্যিক আহমদ বশীর ও অনুবাদক আলম খোরশেদের  দীর্ঘ সাক্ষাৎকার। আরও রয়েছে নতুন বইয়ের পরিচিতি ও সাহিত্য সংবাদ। ১২৮ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য মাত্র ৫০ টাকা।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ বলেন, “আশার কথা হচ্ছে, বোদ্ধা পাঠকেরা ‘এবং বই’কে নিজের বলে গ্রহণ করেছেন। এটাই এবং বইয়ের শক্তি। পত্রিকাটি প্রধানত বুক রিভিউ-বিষয়ক পত্রিকা। তবে এর বাইরেও নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।”

Link copied!