আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত শনিবার (২৯ জানুয়ারি) ও রোববারে (৩০ জানুয়ারি) জো পল সেরমাদিরাসের “ড্রিম অফ এ রিডিকুলাস ম্যান” (একটি হাস্যকর মানুষের স্বপ্ন) শিরোনামের ফরাসি ভাষায় একটি নাটক পরিবেশিত হলো।
“ড্রিম অফ এ রিডিকুলাস ম্যান” (একটি হাস্যকর মানুষের স্বপ্ন), ১৮৭৭ সালে বিখ্যাত রাশিয়ান লেখক ফিওদর দস্তয়েভস্কি লেখা একটি ছোটগল্প। এটি দস্তয়েভস্কির একটি প্রাথমিক এবং রহস্যময় অভিজ্ঞতা। এই অভিযোজন আধুনিকতা এবং সূক্ষ্মতার সঙ্গে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সূক্ষ্ম রেখা অন্বেষণ করে।
জো-পল সেরমাদিরাস প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ‘ব্লস সালো’-এর আন্তর্জাতিক কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৫ সালে, তিনি ‘কোম্পানি দু পাসাজ’ প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কয়েকবার বিখ্যাত ‘ফেস্টিভাল দা অভিনিও’-এ পারফর্ম করেছেন। মঞ্চে, তিনি মলিয়ের, শেক্সপিয়র এবং চেখভের চল্লিশটিরও বেশি নাটকে পুরো ফ্রান্সের পাশাপাশি মরক্কো এবং ভারতসহ অন্যান্য স্থানে পারফর্ম করেছেন।