• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগস্ট আমায় আজও কাঁদায়


ফরিদা ইয়াসমিন সুমি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৭:০১ পিএম
আগস্ট আমায় আজও কাঁদায়

আজও কাঁদায় আগস্ট আমায়
আগস্ট আমায় আজও কাঁদায়
হতবিহ্বল বসে থাকি স্থাণু হয়ে;
কী নির্মম বীভৎসতায় ঘৃণ্য আক্রমণ!
আপসহীনে এত ভয় তোদের!
সত্যের মুখোমুখি দাঁড়াতে এতটাই দ্বিধা!
তাই বুঝি সত্যকে নির্মূলে ছিল ব্যর্থ চেষ্টা?
সত্যের ক্ষয় নেই, লয় নেই, জানে না বেঈমানেরা 
বেজন্মা, কাপুরুষেরা করে যায় নিষ্ফল আস্ফালন!

কী ভীষণ মহিমায় সত্যের মতো তুমি জেগে থাকো
রবির কিরণ হয়ে সারাটি দিনভর
চন্দ্রের সুষমা হয়ে সারাটি রাতভর!
রূপকথার এই দেশে তুমি বিস্ময়কর রাজপুত্র
দুর্ভাগা বাঙালি—জাতির সৌভাগ্যের বরপুত্র!
মুক্তিযুদ্ধ নামের মহাকাব্য করেছ রচনা
স্বপ্নের তুলিতে এঁকেছ বাংলা নামের দেশ
স্বাধীনতার গান কণ্ঠে নিয়েছ অবলীলায়
নিখুঁত সুতোয় বুনেছ লাল-সবুজ গালিচা
পবিত্র হাতে নির্দিষ্ট করেছ সীমানার ঠিকানা
অঙ্গে মেখেছ সুজলা-সুফলা, শস্য-শ্যামলা মাটি!

তুমি মহাকবি, 
মহান চিত্রকর, 
তুমি পারঙ্গম শিল্পী
আপসহীন কিংবদন্তি!
হায়!
কোথায় হারিয়েছি তোমায়
সুশীতল বটবৃক্ষ!
কে দেবে ছায়া মোদের
প্রকৃতি যখন রুক্ষ!
আঁধার রাতের কাণ্ডারি তুমি
শোকের মাতমে বাংলার ভূমি!
হাহাকার ওঠে পথে প্রান্তরে
স্মরণ করে প্রতি ঘরে ঘরে!
আগস্ট আমাকে আজও কাঁদায়
আজও কাঁদায় আগস্ট আমায়!

Link copied!