• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আকাল


স্নিগ্ধা বাউল
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০১:৫৫ পিএম
আকাল

ধান মাড়াই শেইষ হইলে 
যে সোঁদালি গন্ধ ভাঁপে নাইমবো
তার কসম, 
আতকা উথালি বাওয়ালের কসম
এই ছাতিফাটা চৈতরের তিয়াসের কসম
আরও কসম বিচালীর,
ঘুরুণ্ডি বাতাসের লাহান বেবাক বেইচাও
বাইচা থাহনোর নামঐ জীবন

যে মাঘের পূন্নিমায় গ্যাছে ছাড়ি
তারও পরে আইছে ফালগুন, আমের ফুল
কাঠঠোকরার ঘর বানানের ফন্দি!

মানুষ তয় এমন পাখি হইবার ক্যান চায়
চায় বাওয়ালি বাতাস হইতে
চায় গাঙের জল, সমুদরের নুন আকাশের চান
হইতে চায় দরিয়ার কিনার, নতুন পিরান!

দুঃখ তো আছেই কসম আমার,
দুঃখ আছে জলের ভিতরের মাছার লাহান
কলিজার ভিতরের ছবির লাহান
ধানি জমির বাতাসের লাহান
ভাতের লগে ফ্যানের লাহান,
মহাজনের পকেটের লাহানও দুঃখ আছে!

তবু আমি বাঁচবার চাই
নতুন একখান শাড়ির লোভে
সাদা সাদা ভাতের লোভে দিনদুনিয়ায়।

Link copied!