• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাবিবা নওরোজের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:২১ পিএম
হাবিবা নওরোজের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে তরুণ আলোকচিত্রী হাবিবা নওরোজের ‘টাং-টাইড’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী।

শুক্রবার (২৫ ফেব্রেুয়ারি) এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জিল গাহাসোঁ।

শুঁটকি, ভুঁড়ি, মটকা, হাওয়াই মিঠাই এসব নানান পদের দেশীয় খাবার দিয়ে বানানো ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে ১০ র্মাচ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

নানান পদের  দেশীয় খাবারের যে সৌন্দর্য এবং কখনো কখনো অদ্ভুদ চেহারা আছে সেই দিকটা নিয়ে আলোকচিত্রি হাবিবা নওরোজের  কাজ করার আগ্রহ ছিল আগে থেকেই। নওরোজ যে ধরনের খাবার দিয়ে এই ভাস্কর্যগুলো তৈরি করেন সেই খাবারগুলো আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি। কিন্তু অন্যের সামনে গর্ব করে বলতে স্বস্তি বোধ করিনা। এই খাবারগুলোকে নতুন আলোতে দেখাতে নওরোজ তার কাজে নেমে পড়েন।দ্বিতীয় লক ডাউনের সময় নওরোজ তার ষ্টুডিওতে এই খাবারগুলোর জড়ো করে  ডুবে যান “ভাস্কর্জ” বানানোর কাজে। 

হাবিবা নওরোজ একজন আলোকচিত্রী। লৈঙ্গিক রাজনীতি, আত্ন পরিচয় এবং পুরাণ তার মূল আগ্রহের বিষয়। নওরোজ ২০১৪ সাল থেকে স্টুডিও ভিত্তিক ছবি দিয়ে গল্প বলে আসছেন। নওরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওমেন  এ্যান্ড জেন্ডার স্টাডিজ’ বিভাগ থেকে ২০১২ সালে তার স্নাতকোত্তর শেষ করেন। পরে, ২০১৪ সালে তিনি সাউথ  এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, পাঠশালা থেকে আলোকচিত্রের প্রশিক্ষণ শেষ করেন। এই প্রশিক্ষণের অংশ হিসেবে  তিনি ড্যানিশ স্কুল অফ মিডিয়া  এ্যান্ড জার্নালিজমে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি সাউথ  এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, পাঠশালায় ভিস্যুয়াল এন্থ্রোপোলোজির ওপর শিক্ষকতা করছেন। তার শিল্পকর্ম ‘কনসিলড’ ২০১৮ সলে ইনভিসিবল ফটোগ্রাফার্স এশিয়া আর্ট এ্যাওয়ার্ডস, এবং সামদানি আর্ট এ্যাওয়ার্ড ২০২০এ  ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন। দেশবিদেশের বিভিন্ন প্লাটফর্মে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়ে আসছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, ভাইস এশিয়া, ভয়েস অফ আমেরিকা, দ্য হিন্দু, ভোগ ইন্ডিয়া সহ অন্যান্য প্রকাশনায় তার কাজ জায়গা করে নিয়েছে।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!