• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘স্বাধীনতার ৫০ বছর : মুক্তিযুদ্ধের ৫০ গল্প’ গ্রন্থের প্রকাশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৯:১৬ পিএম
‘স্বাধীনতার ৫০ বছর : মুক্তিযুদ্ধের ৫০ গল্প’ গ্রন্থের প্রকাশনা

মুক্তিযুদ্ধ নিয়ে দেশের পঞ্চাশজন প্রবীণ ও তরুণ গল্পকার রচিত ‘স্বাধীনতার ৫০ বছর : মুক্তিযুদ্ধের ৫০ গল্প’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের ওপর লেখা এ গ্রন্থটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক মনি হায়দার এবং প্রকাশ করেছেন অক্ষর প্রকাশনী।

কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী।

এ সময় মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে কেএম খালিদ বলেন, “মুক্তির যুদ্ধ আমাদেরকে আমাদের শেকড়ের কাছে নিয়ে যায়। আর এই বইটি আমাদেরকে সেই শেকড় ও ইতিহাসকেই সামনে তুলে ধরবে।”

অনুষ্ঠানের সভাপতি আনোয়ারা সৈয়দ হক বলেন, “প্রতিশ্রুতিশীল লেখকের দিকেই দেশের আগামী দিনগুলো তাকিয়ে আছে। আজকের তরুণদের হাতেই আমাদের দেশের শুভদিন আসবে। আমরা যে ভয়াবহ ইতিহাসের হাত ধরে আজকের দিনে এসেছি। আজকের তরুণদের হাতেই সেসব ইতিহাস উঠে আসবে।”

সম্পাদক মনি হায়দার বলেন, “প্রতিটি বাঙালির দেশের প্রতি আনুগত্য থাকা উচিত। দেশের ইতিহাস জেনে দেশের মাটি-জলে মিশে থেকে  আমাদের দেশের প্রতি নতমুখী হওয়া উচিত। আমাদের দেশ হিরন্ময় বাংলাদেশ। কারণ এ দেশে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির ইতিহাস।”

Link copied!