• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাট্যোৎসব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৯:৫৭ এএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাট্যোৎসব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজন করেছে সাত দিনব্যাপী নাট্যোৎসব।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়েছে।

৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই উৎসব চলবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।

উৎসবের সাত দিন ৭টি নাটকের দল নাটক করবে। দলগুলো হচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়, লোকনাট্য দল, প্রাচ্য নাট, জীবন সংকেত, প্রাঙ্গণেমোর, শব্দ নাট্যচর্চা ও বাংলাদেশ পুলিশ থিয়েটার। উৎসবের প্রথম দিন মহাকাল নাট্য সম্প্রদায়ের শ্রাবণ ট্রাজেডি নাটকটি মঞ্চস্হ করবে।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!