• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সালাহ উদ্দিন মাহমুদের ‘এখানে কয়েকটি জীবন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০১:২০ পিএম
সালাহ উদ্দিন মাহমুদের ‘এখানে কয়েকটি জীবন’

সম্প্রতি প্রকাশিত হয়েছে কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের চতুর্থ গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। আইয়ুব আল আমিনের প্রচ্ছদে বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

‘এখানে কয়েকটি জীবন’ কতগুলো গল্পের সমাহার। মানুষের জীবনের গল্প। হাসি-কান্নার গল্প। আশা-নিরাশার গল্প। এই গল্পজুড়ে জীবনের বিস্তার। লেখকের অন্তর্দৃষ্টি তুলে এনেছে জীবনের গভীর বেদনা।

বইটিতে মোট এগারোটি গল্প স্থান পেয়েছে। বইয়ের গল্পগুলো হলো—‘জীবন’, ‘সোনাবউ’, ‘শাড়ি’, ‘বিবস্ত্র’, ‘দায়ী’, ‘জয়শ্রী’, ‘কুমারী’, ‘নাকফুল’, ‘কুকুর’, ‘গোলেয়া’ এবং ‘মিঠু’।

লেখক ছাপোষা গ্রামীণ মানুষের গল্প বলতে ভালোবাসেন। তার গল্পে সুরম্য অট্টালিকায় মদের পেয়ালা হাতে সুদর্শন রমনীর বিবরণ নেই। তার গল্পের নারীরা কাঁখে কলসি নিয়ে নদীর ধারে জল আনতে যায়। সাধারণ জীবন তাদের। সাধারণ তাদের জীবনের গল্পও।

আমরা জানি, গল্প জীবনের কথা বলে, মানুষের কথা বলে। লেখক জীবনের-মানুষের গল্প বলতে ভালোবাসেন। এখানে কয়েকটি জীবন আছে। জীবনগুলো পাঠকের ছোঁয়ায় প্রাণ পাবে—এ প্রত্যাশা রইল।

সালাহ উদ্দিন মাহমুদ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার ও গণমাধ্যমকর্মী। ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও ‘এখানে কয়েকটি জীবন’ তার গল্পগ্রন্থ। ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’ তার কাব্যগ্রন্থ।

তিনি সম্পাদনা করেছেন তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’। সংকলন করেছেন সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। তার প্রথম উপন্যাস ‘মমতা’।

‘এখানে কয়েকটি জীবন’ তার নবম বই। আশা করি বইয়ের গল্পগুলো পাঠকের ভালো লাগবে। পাঠকের হৃদয়কে নাড়া দেবে। পাঠ শেষে তারা ব্যতিক্রমী কিছু জীবন আবিষ্কার করতে পারবেন।

 

লেখক : অঞ্জন হাসান পবন

Link copied!