• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পকলায় নজরুল ও এলিয়ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৩৯ পিএম
শিল্পকলায় নজরুল ও এলিয়ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদ্রোহী’ এবং ইংরেজ কবি টি এস এলিয়টের যুগান্তকারী কবিতা ‘ওয়েস্টল্যান্ড’-এর গৌরবময় শতবর্ষ উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সৌধ ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের প্রযোজনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিংশ শতকের এই দুই মহান কবিতা নিয়ে আলোচনার পাশাপাশি ছিল ‘দ্য রেবেল এন্ড দ্য ওয়েস্টল্যান্ড’ শীর্ষক কাব্যনাট্য পরিবেশনাও। অনুষ্ঠান শুরু হয় শিল্পী বিশ্বজিৎ রায়ের রাধারমনের গানের মধ্য দিয়ে। 

সংগীতের শীর্ষ সংস্থা সৌধের প্রতিষ্ঠাতা এবং থিয়েটার পরিবেশনার পরিচালক টিএম আহমেদ কায়সার বলেন, “আমরা বিশ্বের দুই প্রধান কবিতার শক্তি, সৌকর্ষ ও সুষমা আরো বিপুলভাবে পৌঁছে দিতে চাই বিবিধ সংস্কৃতি ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের কাছে। এই অভিনব কাব্য-আলেখ্যে অভিনয়, আবৃত্তি অথবা নাটকীয় দৃশ্য-পরিক্রমার সঙ্গে রয়েছে হৃদয়স্পর্শী সংগীতও। ফলে দর্শকেরা নাটক বা কবিতার সৌন্দর্যের পাশাপাশি সংগীতের ঘোর নিয়েই বাড়ি ফিরবেন বলে আশা করছি।”

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!