• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শত দিনের উৎসবে ‘মুক্তিযুদ্ধে নদী ও নদীর গান’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৮:২৫ পিএম
শত দিনের উৎসবে ‘মুক্তিযুদ্ধে নদী ও নদীর গান’
ছবি: সংবাদ প্রকাশ

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শত দিনের উৎসবের অংশ হিসেবে ‘মুক্তিযুদ্ধে নদী ও নদীর গান’ শীর্ষক প্রদর্শনী, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে নদীবিষয়ক সংগঠন রিভার বাংলা ও গবেষণা প্রতিষ্ঠান রিভার এন্ড ডেলটা রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।  

এতে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার-আরডিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ-গবেষক সত্যজিৎ রায় মজুমদার। এছাড়া অনুষ্ঠানে নদীর গান পরিবেশন করেন বাউল ভজন ক্ষ্যাপা ও তার দল।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নদীর অবদান ও এ সংক্রান্ত তথ্যভিত্তিক পরিসংখ্যান নিয়ে ডিজিটাল প্রদর্শনী হয়।

আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধের কথা স্মরণে 'অপারেশন জ্যাকপটের' কথা উল্লেখ করে বলেন, "আমাদের সময় তো এত আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। আমাদের রেডিও’র গান বাজিয়ে সচেতন করে দেওয়া হতো। এমনকি আমরা শত্রুকে আক্রমণ করার জন্যেও সাংকেতিক ইঙ্গিত হিসেবে রেডিওতে গান বাজিয়ে থাকতাম। নদীর বুকে ডুবে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। নদী আমাদের রক্ষা করেছে সবসময়।"

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বলেন, "আজকের আলোচনা একটি তথ্যবহুল আলোচনা। সমষ্টিগতভাবে চিন্তা করিনি এতটা নদীপথে যুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ কোনো সামরিক যুদ্ধ নয়, এটা জনযুদ্ধ। তৎকালীন সময়ে তো সশস্ত্র যোদ্ধা ছিলেন মাত্র ২৫%, বাকি সবাই তো সাধারণ মানুষ। তাই মুক্তিযুদ্ধ কোনো গোষ্ঠীর, সমষ্টির বা সামরিক যুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ হলো জনযুদ্ধ।"

মুক্তিযুদ্ধে নদীর অবদানকে তুলে ধরে আরডিআসি'র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, "মুক্তিযুদ্ধে নদীর অবদানকে তুলে ধরতেই 'নদীকে' মুক্তিযোদ্ধা হিসেবে নামকরণ করা হোক, যাতে আমরা কোনো নদীকে আর না মেরে ফেলি। নদীকে টিকিয়ে রাখা মানে আমদের মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখা।"

রিভার বাংলা’র সমন্বয়ক ও লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো শাহজাহান কবির (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা তোফায়েল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, নদী-গবেষক জাকারিয়া মন্ডল, বাপা'র সাধারণ সম্পাদক শরিফ জামিল, নোঙর সভাপতি সিমন সামস্, মুক্তিযোদ্ধা শামসুল আলম জুলফিকার, কথাশিল্পী মনি হায়দার, কবি গিরীশ গৈরিক, লেখক মোজাম্মেল হোসেন নিয়োগীসহ গুণী ব্যক্তিরা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!