• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শেষ হল বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৮:২৩ পিএম
শেষ হল বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব
ছবি: সংবাদ প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়ােজিত ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ শেষ হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কর্তৃক রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পাঁচ দিনব্যাপি এ উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, "বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি কবিতার জগতে এক নতুনমাত্রা যোগ করেছে। তার উপস্থিতি আমাদেরকে ঋদ্ধ করেছে, আমাদের সাহসী করেছে। আমাদের এ বাংলাদেশ শিল্পসংস্কৃতির বাংলাদেশ, গরীব দুঃখী মানুষের বাংলাদেশ, বাঙালির বাংলাদেশ। আমার বিশ্বাস, যারা হৃদয় থেকে কবিতার শব্দ উচ্চারণ করেন, তারা কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারেন না। কবিতার সাহায্যে আমরা সমাজের সকল অশুভ শক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়।"

এদিন অনুষ্ঠানে আসাদু্জামান নূরের নেতৃত্বে সম্মিলিত আবৃত্তি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাসান আরিফের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা 'মহাবিজয়ের মহানায়ক' ও ৫০ গুণী শিল্পীর আবৃত্তি পরিবেশনা হয়।

এ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নসরুল হামিদ ফাউন্ডেশনের পরিচালক সীমা হামিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাে. আহকাম উল্লাহ, শিমুল মুস্তাফা, শারমিন লাকী, হাসান জাহাঙ্গীর, সেলিম রেজা সাগর, শামসুল আলম মিঠু, সাইমুন আজম ইভান, আবৃত্তিশিল্পীসহ সংস্কৃতিজন।

এছাড়া "বঙ্গবন্ধু আবৃত্তি সম্মাননা স্মরক এবং 'উৎসব স্মরক' ও প্রদান হয়। নৈশভােজের মধ্য দিয়ে আয়ােজনটি শেষ হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের আবৃত্তি সংগঠনগুলাের ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়ােজনে 'বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ আয়ােজনে এবার প্রথমবারের মতাে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ ও ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হয়।

এছাড়া এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রতি বছর প্রদান করা হবে।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!