• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় আইয়ুব আল আমিনের ‘বুক ও পিঠের গল্প’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৮:২৮ পিএম
বইমেলায় আইয়ুব আল আমিনের ‘বুক ও পিঠের গল্প’

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে চিত্রশিল্পী ও গল্পকার আইয়ুব আল আমিনের গল্পের বই ‘বুক ও পিঠের গল্প’। বইটি  প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। পশ্চিমবঙ্গের প্রখ্যাত চিত্রশিল্পী সৌরীশ মিত্রের প্রচ্ছদে বইটি পাওয়া যাচ্ছে বইমেলার কিংবদন্তী’র স্টলে (স্টল নং : ৭৪)।

বইটি সম্পর্কে লেখক আইয়ুব আল আমিন বলেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পটার চেয়েও হাজারগুণ সুন্দর মানুষের জীবন। তবুও জীবনই সব গল্পের আধার। একটা জীবন থাকার কারণেই আমারও অজস্র গল্প জমা হয় প্রতিক্ষণে, প্রতিমুহূর্তে। বিচিত্র সেসব গল্প যেমন ভালোবাসার, তেমনি ব্যথা-বেদনারও। চরিত্রগুলোও বড় অদ্ভুত সেসব গল্পে। এই আজকে যে ভালোবেসে বুক দেখালো, কাল সে-ই আবার অবলীলায় পিঠ দেখায়।”

আইয়ুব আল আমিনে আরো বলেন, “আমি সেই অর্থে কখনো গল্প লিখতে চাইনি এবং সেটা পারিও না হয়তো। আমি আমার নিজের বা আমার কাছের মানুষগুলোর জীবনের কিছু অভিজ্ঞতা বা স্মৃতি, যেগুলো আমি দীর্ঘদিন বুকে বয়ে বেড়াচ্ছি, সেগুলোই নিজের মতো করে সাজাবার চেষ্টা করেছি। এই সাজাতে গিয়ে আমি অদ্ভুতভাবে খেয়াল করলাম মোটাদাগে মানুষের জীবনের গল্পগুলো মূলত সুখের এবং দুঃখের। এর বাইরে আর কিছুই নেই। বইয়ের নামটা সেকারণেই ‘বুক ও পিঠ গল্প’। আর আমি এই লেখাগুলো লিখতে গিয়ে কোনো  নিয়ম বা ব্যাকরণের ধারে কাছেও যাইনি। কারণ আমি মনে করি, মানুষের গভীর আবেগ বা অনুভূতি প্রকাশ কখনো নিয়ম মেনে হয় না। ঠিক যেন নদীর স্রোতের মতো, কখন কোথায় কিভাবে এর বাঁকবদল হবে, সে নিজেও যেমন জানে না।”

কিংবদন্তী পাবলিকেশনের প্রধান নির্বাহী অঞ্জন হাসান পবন বলেন, “‘বুক ও পিঠের গল্প’ বইটিতে আছে ২১ টি গল্প। সোদামাটির ঘ্রাণ, বিল-ঝিলে লিলুয়া বাতাসের ঢেউ ও ৯০-এর দশক ও একবিংশ শতকে বিশ্বব্যাপী ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা জন-পরিসরে যে এক আমূল পরিবর্তন ঘটেছে এবং তার ফলে যে অন্তর্ঘাত লেগেছে আবহমান বাংলায়— সেসব চালচিত্র আমরা দেখতে পাই এ গল্পগ্রন্থে গল্পকারের নিখুঁত বর্ণনায়। আইয়ুব আল আমিনের গল্পগুলো যেন আমাদের জীবনের বাঁকে বাঁকে জমে থাকা সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, আশা-নিরাশা, উত্থান-পতন এবং জীবনের অতলে জমে থাকা যেন এক প্রস্থ কথার ফুলঝুড়ি। মনে হয় তিনি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতির চিরায়িত রূপ ও যাপিত জীবনের প্রতিচ্ছবি বয়ান করছেন ফ্রেমে ফ্রেমে। যেন বলছেন আপনার, আমার না বলা গল্পগুলোই।”

‘বুক ও পিঠের গল্প’ আইয়ুব আল আমিনের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে ২০১৯ সালে চিত্রা প্রকাশনী থেকে প্রকাশিত গল্পগ্রন্থ ‘কামনা বাসনালয়’ পাঠকমহলে বেশ প্রশংসিত হয়। তার গল্পে ছোট ছোট কথা আর ছোট পরিসরের বয়ানে উন্মোচিত হয় জীবনের অন্তর্নিহিত তাৎপর্য।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!