অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কে এম খালিদ বলেন, “কোভিডের কারণে আমরা আতঙ্কে ছিলাম যে, বইমেলা করতে পারব কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করব কি না, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করে। আমরা সে সময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে। প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন। বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে।”
প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয় একুশে বইমেলা। কিন্তু করোনা মহামারির কারণে ১৫ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হয়।