• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পোশাক


গোলাম কিবরিয়া পিনু
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৫:০৩ পিএম
পোশাক

পশুদের গায়ে পোশাক থাকে না
নিজেরাও পোশাক পরে না,
       চিড়িয়াখানার পশুদের গায়ে
             পোশাক চাপানো থাকে, 
কেননা সেখানে মানুষের আনাগোনা
মানুষের নিয়ন্ত্রণ!
               মানুষের স্পর্শ! 
যেখানে মানুষ—সেখানেই পোশাক! 
    
পশুরা পোশাক পরলে বিভ্রান্ত হতো
        একে অপরকে চিনতে পারত না!
নিজেদের ডাক ও আওয়াজ বুঝতে পারত না
পশুদের কণ্ঠধ্বনি পশুরা নকল করে না!

মানুষের কত রকমের পোশাক  
             পোশাকের কত রকমের রং,
মানুষকে চেনা দায়! পোশাকে কি চেনা যায়?

পশুরা পোশাক না পরলেও—উলঙ্গ মনে হয় না,
মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়!
 

Link copied!