• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাবনায় ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এর আবৃত্তি সন্ধ্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০২:৫১ পিএম
পাবনায় ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’-এর আবৃত্তি সন্ধ্যা

আবহমান বাংলা ও বাঙালির অন্যতম সেরা ভাষাশিল্পী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত ‘পরানের গহীন ভিতর’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় একক ও দলগত পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজ রিপন। সমন্বয়ক ছিলেন নারী শিল্প উদ্যোক্তা ও কবি সোহানী হোসেন। কবিতা আবৃত্তি পরিবেশনা করে স্বরকম্পন আবৃত্তিচক্র, ঢাকা।

অনুষ্ঠানে আলোক প্রক্ষেপণ করেন মারুফ আহমেদ, সবুজ হোসেন ও স্বপন আলী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শামীম হোসেন। সঙ্গীতে ছিলেন মোবারক হোসাইন ও সজীব হোসেন। রুপকথার কাব্য নিবেদিত ও ইউনিভার্সাল গ্রুপের সহযোগিতায় এই আবৃত্তি সন্ধ্যায় ২৮ জন বাচিকশিল্পী কবিতা পাঠ করেন।

সমন্বয়ক কবি সোহানী হোসেন বলেন, কবিতার প্রতি প্রেম সেই ছোটবেলা থেকে। কবিতা মনের গহীনের কথা বলে। আগামীতেও আমাদের এই ধারাবাহিতা অব্যাহত থাকবে। দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, কবিপ্রেমীদের জন্য আমি কাজ করতে চাই।

বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মোহম্মদ হাবিবুল্লাহ বলেন, নতুন প্রজন্মের মাঝে সৈয়দ হকের কবিতা ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থে যতগুলো কবিতা আছে তাতে প্রেম, ভালোবাসা, বেদনা, যন্ত্রণা, চাওয়া-পাওয়া প্রকাশিত হয়েছে।

রূপকথার কাব্য নিবেদিত স্বরকল্পনের এ প্রযোজনায় অংশ নিয়েছেন, আবৃত্তিশিল্পী জনি মুহাম্মদ নুর উদ্দিন, আশরাফি জাহান মিতু, আনতারা রহমান প্রীতি, মনোয়ার হোসেন, বর্নালী সরকার, কমল কান্তি সরকার,  সামিরা মাশরুহা, রিফাত আরা ইসলাম, খুরশিদা ইয়াসমিন, তৃষা খন্দকার, মুনতাহাব মুনিয়া, শহীদুল হক মিল্কী, মাজেদা পারভীন বকুল, হাবিবুল্লাহ জোয়াদ্দার, আরিফ আনোয়ার ও সোহেল আহমেদ।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!