উদ্বোধন হলো বাংলা ভাষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল আর্কাইভ ‘বইচিত্র’ মোবাইল অ্যাপ। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অ্যাপটি বানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আইসিটি ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আ্যাপটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এম এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।
অ্যাপটি সম্পর্কে ধারণা দিতে গিয়ে ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার বলেন, ‘‘‘বইচিত্র’ বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে এই আর্কাইভটি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধবিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিষয়ভিত্তিক বই। কেবল টেক্সট ফরম্যাটে নয়, এই আর্কাইভে থাকছে অডিও-বুক। সেই সঙ্গে সাহিত্য বিষয়ে যেসব চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেসব চলচ্চিত্র এই আর্কাইভে সন্নিবেশিত থাকছে। থাকছে সাহিত্যবিষয়ক আলোচনা এবং ব্লগিং।’’
শমী কায়সার আরো জানান, ‘বইচিত্র’-এ প্রতিটি প্রকাশনা বিষয়ে এবং লেখক সম্পর্কে নোট থাকছে। পাঠক খুব সহজেই প্রকাশনা বিষয়ে জেনে নিতে পারবেন এই আর্কাইভ থেকে। এছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বইভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভ লিংক থাকছে।পাঠক ‘বইচিত্র’ মোবাইল অ্যাপটি প্রকাশনাবিষয়ক একটি কেন্দ্রীয় ডিজিটাল হাব হিসেবে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘‘‘বইচিত্র’ অ্যাপের মাধ্যমে সহজেই দেশ ও বিদেশের মানুষ দেশের সব বইপত্র পড়তে পারবেন। ভার্চুয়াল সংগ্রহশালায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে বই পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমরা যে বইবিমুখ একটি প্রজন্ম পেয়েছি, তাদের বইমুখো করতে ‘বইচিত্র’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’