• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

গ্রিন ইউনিভার্সিটিতে ফটো ও শর্ট ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৮:৫৭ পিএম
গ্রিন ইউনিভার্সিটিতে ফটো ও শর্ট ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘গ্রিন মিডিয়া ক্লাব’ আয়োজনে অনুষ্ঠিত ফটোগ্রাফি ও শর্ট ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। বৃহস্পতিবার (১০ মার্চ) গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগীতায় বিচারক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, লেখক ও সিনেমা দর্শনের সম্পাদক বিধান রিবেরু এবং ফটোগ্রাফার দীন মোহাম্মদ শিবলী। প্রতিযোগিতায় অংশ নেওয়া ফটো ও শর্ট ফিল্মগুলো মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী রিয়াদুল হক রিশাদ। ‘আস্ত নরকে জীবনের আলপনা’ শিরোনামের ফটোগ্রাফের জন্য তিনি এ পুরস্কার পান। সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ইনজামাম উল হক। তার শর্ট ফিল্মের নাম ‘হান্টার নাউ হান্টেড’।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ল ও আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। 


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অনেক শব্দের অভিব্যক্তি একটি ছবি। হাজার হাজার শব্দ দিয়ে যা প্রকাশ করা যায় না, সামান্য একটি ছবিই তা প্রকাশ করে দেয়। 

ড. গোলাম সামদানী ফকির বলেন, ফটোগ্রাফি কিংবা শর্ট ফিল্ম প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর অন্যতম মাধ্যম। করোনা-বিধিনিষেধ পরবর্তী এই আয়োজন শিক্ষার্থীদের নতুন মাত্রায় উজ্জীবিত করেছে। এ সময় উপাচার্য সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকতা বিভাগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় ফটোগ্রাফিসহ সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। 

প্রতিযোগিতার জন্য গত ফেব্রুয়ারিতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে ছবি ও শর্ট ফিল্ম আহ্বান করা হয়। এতে প্রায় দুইশ ছবি এবং বেশ কয়েকটি শর্ট ফিল্ম জমা পড়ে। 

অ্যাকাডেমিক পাঠের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতায় আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রিন ইউনিভার্সিটি।

Link copied!