• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৫৭ পিএম
করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

দুই বাংলার বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ গত ২ জানুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য তিনি মালদা যান। করোনার প্রকোপ বাড়ায় বইমেলা স্থগিত হলেও সেখান থেকেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শীর্ষেন্দু জানান, বইমেলার অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে আসার পর শারীরিক দুর্বলতা বোধ করতে শুরু করেন তিনি। এরসঙ্গে দেখা দেয় সর্দি-কাশি।

এরপর করোনা পরীক্ষায় তাঁর রিপোর্টে পজিটিভ আসে। শীর্ষেন্দুর মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়ের হিন্দুস্থান টাইমসকে জানান, কয়েক দিন আগেই শীর্ষেন্দুর শরীরে উপসর্গ দেখা দেয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগের থেকে এখন সুস্থ আছেন।

নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন বর্ষীয়ান সাহিত্যিক। যদিও শারীরিক দুর্বলতার পাশাপাশি স্বাদহীনতা ও খাবারে অরুচির লক্ষণ আছে তার।

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছে শীর্ষেন্দুর পরিবার। বরেণ্য সাহিতিকের করোনা আক্রান্তের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদারসহ জনপ্রিয় সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!