• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কথাশিল্পী আহমাদ মোস্তফা কামালের ৫৩ বছর পদার্পণ উদযাপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০১:৪৯ পিএম
কথাশিল্পী আহমাদ মোস্তফা কামালের ৫৩ বছর পদার্পণ উদযাপন

কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামালের ৫৩ বছর পদার্পণ উদযাপন হয়েছে। বুধবার রাত ৮টায় রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লেখক আহমাদ মোস্তফা কামালের পাঠক, প্রকাশক, বন্ধু, অগ্রজ ও অনুজ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এসময় লেখককে শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক জাকির তালুকদার, প্রাবন্ধিক ও গবেষক মাসুদুজ্জামান, কথাসাহিত্যিক মোহিত কামাল, গল্পকার রেজা ঘটক, কবি আলফ্রেড খোকন, প্রাবন্ধিক ও গবেষক মোকারম হোসেন, কবি ও গল্পকার অঞ্জন আচার্য, কবি ও প্রকাশক মনিরুজ্জামান মিন্টু, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, কবি অরবিন্দ চক্রবর্তী, কবি শোয়েব সর্বনাম, গল্পকার মঈনুল হাসান, প্রকাশক রুম্মান তার্শফিক, প্রাবন্ধিক নিঝুম শাহ প্রমুখ। আরও শুভেচ্ছা জানান পাঠক সমাবেশের প্রকাশক সাহিদুল ইসলাম বিজু।

কথাশিল্পী আহমাদ মোস্তফা কামালকে শুভেচ্ছা জানাচ্ছেন অগ্রজ কথাসাহিত্যিক জাকির তালুকদার

কথাশিল্পী স্বকৃত নোমানের সঞ্চালনায় বক্তরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি আহমাদ মোস্তফা কামালের লেখালেখি থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। শুভেচ্ছাপর্বের পর নিজের অনুভূতি প্রকাশ করতে কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল বলেন, “ঘটনাচক্রে আমার জন্মদিন ১৪ ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবসের দিন। সেদিন জাতির জন্য এক কালো অধ্যায়। তাই ছেলেবেলা থেকেই এই দিনে আমি জন্মদিন পালন করা থেকে বিরত থেকেছি। আয়োজকেরা যখন বললেন, তারা আমার জন্মদিনে ঘরোয়া আড্ডার মতো কিছু একটা করতে চান, তখন সম্মতি দিইনি। তবে পরের দিন সেটি হলে আমার আপত্তি নেই।”

 

 কথাশিল্পী আহমাদ মোস্তফা কামালকে জানাচ্ছেন কথাসাহিত্যিক, শব্দঘর পত্রিকার সম্পাদক মোহিত কামাল। এমন সময় আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়

আহমাদ মোস্তফা কামাল আরো বলেন, “এত এত ভালোবাসা পেয়ে বড়ো আপ্লুত হলাম। অনেকের অভিজ্ঞতায় অজানা অনেক কিছু ব্যক্ত হয়েছে। সাধারণত এমন আয়োজনে এমনটিই ঘটে। তাই ভার্চুয়াল দুনিয়ার বাইরে এসে সাক্ষাতে পারস্পরিক আড্ডাটা খুব প্রয়োজন। সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং উপস্থিত সবাইকে সান্ধ্য-আপ্যায়ন করানো হয়।

Link copied!