'শব্দের ডানায় বোধের উত্তোলন' শিরোনামে কানাডা প্রবাসী চারুশিল্পী আসমা সুলতানার ভিন্নধর্মী একক শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর রোডে (পুরাতন ২৭) এডওয়ার্ড কেনেডি মিডিয়া সেন্টারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ১১ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিল্পকর্ম সম্পর্কে আসমা সুলতানা বলেন, “শৈশব থেকেই ভাষার প্রতি আমার ছিল ব্যাপক আগ্রহ। সে আগ্রহ থেকেই বাংলা ভাষা নিয়ে আমার কাজের শুরু। বাংলা ভাষার শব্দগুলো আমাকে শক্তি জুগিয়েছে সবসময়। এছাড়া নিজের আত্মপরিচয়ের প্রকাশ হিসেবে আমার ঝরে পড়া চুল দিয়ে আমি সৃষ্টি করেছি আমার শিল্পকর্ম। সাধারণত শিল্পীরা প্যালেটের ব্যবহার করে থাকেন রঙ মেশানোর পরিসর হিসেবে। ঐক্ষিক ও আক্ষরিক অভিব্যক্তির একটা সঙ্গম ঘটাতে আমি সেই প্যালেটকেও পরিসর হিসেবে ব্যবহার করেছি।”
তিনি আরও বলেন, “আমার শিল্পচর্চা মূলত আত্মজীবনীমূলক- এটি আমার আত্মপরিচয় এবং আত্মঅনুসন্ধানের যাত্রা। সেই পথে আমি হাঁটছি, এই যাত্রা আমৃত্যু। এই পরিচয়ের অমোচনীয় একটি অংশ হচ্ছে আমার ভাষা- যা আমাকে মত প্রকাশের শক্তি দিয়েছে, যদিও আমি তা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারিনি। গৌরবের একটি অতীত নিয়ে সেই ভাষা আজও শৃঙ্খলিত, আমার ও আমাদের পরিচয় আজও অসম্পূর্ণ। আমার কাজের মাধ্যমে আমি প্রকাশ করতে চেয়েছি সেই যন্ত্রণাকে। সেই সত্যকে যা আমরা বলতে পারছি না, নিজ দেশে যা বলার জন্য আমাদের কোনো মঞ্চ নেই।”
আসমা সুলতানা জন্মসূত্রে বাংলাদেশি বংশদ্ভুত একজন ব্রিটিশ শিল্পী, বর্তমানে কানাডায় বসবাস ও স্বাধীনভাবে দৃশ্য শিল্পের চর্চা করছেন। বাংলাদেশে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি লন্ডন ও টরেনটো শহরে চারুকলা ও শিল্পকলার ইতিহাস বিষয়ে পড়াশোনা করেন। স্বাধীন শিল্পী হিসেবে তিনি কানাডা, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশে কিছু একক ও বেশ কিছু যৌথ শিল্প প্রদর্শনীতে অংশ নেন। তার কাজ বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তির সংগ্রহে সংগৃহীত রয়েছে।