গল্প
আওরাত
ব্রিটিশদের বার্গার বা ফিশ অ্যান্ড চিপস খেয়ে যেমন পেট ভরে না, তেমনি মনও ভরে না। ভাত না হলে যে বাঙালির কী দশা হয়, তা বিদেশে কয়দিন থাকলেই টের পওয়া যায়। আমাদের ভাতবিষয়ক এই কাঙালিপনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বাইরের একটি ভারতীয় ও একটি পাকিস্তানি রেস্তোরাঁ নির্ধারণ করে দেয়। সেখানেই মাছ,