আজকাল কম বেশি সকলেই চুলের নানান সমস্যায় ভুগে থাকেন। শীতে এই সমস্যা যেনো আরও বেশি। চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়া, চুলের ডগা ভেঙ্গে যাওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া এইসব ধরণের সমস্যা থেকে আমাদের যেনো মুক্তিই মেলে না। তবে আমাদের হাতের কাছেই আছে এক আশ্চর্য সমাধান, যা চুলের নানা রকমের সমস্যাকে খুব সহজে সমাধান করে দিতে পারে। ‘পানপাতা’ চুলের যত্নে দারুণ কাজ করে।
চলুন, তবে জেনে নেয়া যাক পানপাতা কীভাবে আপনার চুলের সমস্যা সমাধান করবে, সে সম্পর্কে-
চুল ঝরা রোধ করে
- পান পাতা – ৭ টি
- মেথী শাক – ১ কাপ
- আদার রস – ১/২ কাপ
প্রথমে পানপাতা ও মেথী শাক ভালো করে ধুয়ে নিন আর অন্যদিকে আদা থেকে রস বের করে নিন। এবার ব্লেন্ডারে পান পাতা, মেথী শাক, ও আদার রস দিয়ে পেস্ট করে নিন। তারপর মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে ঠান্ডা পানিতে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যাবহার করতে পারেন। এই প্যাক আপনার চুলের অতি দ্রুত বৃদ্ধি করে। চুল পড়া কমায়। চুলকে ভেতর থেকে মজবুত করে।
রুক্ষ চুল মসৃণ করে
- পান পাতা – ৭ টি
- নারকেল তেল – ১/২ কাপ
প্রথমে পানপাতা ভালো করে ধুয়ে নিয়ে তার পেস্ট করে নিন। এবার এর সাথে নারকোল তেল মিশিয়ে নিয়ে তা চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত ব্যাবহার করুন। ঘণ্টাখানেকের মতো রেখে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার রুক্ষ চুলকে স্মুথ ও সিল্কি করে তুলবে। সপ্তাহে ২ বার ব্যাবহার করুন।
ড্যামেজ চুল স্বাস্থ্যোজ্জ্বল করে
- পান পাতা – ৭ টি
- জবাপাতা – ৬ টি
- দুধ-হাফ কাপ
পানপাতা ও জবাপাতা ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এবার এর সঙ্গে মিশিয়ে নিন দুধ। তারপর মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ব্যাবহার করুন। ৩০থেকে ৪০ মিনিট রেখে চুল কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার ব্যাবহার করতে পারেন এই প্যাক। এটি ড্যামেজ চুলকে ভেতর থেকে ভালো করে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
নতুন চুল গজাতে সাহায্য করে
- পান পাতা – ৬ টি
- নারকেল তেল – ২ চামচ
- ক্যাস্টার অয়েল – ১ চামচ
পান পাতা কে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই পেস্টের সাথে নারকোল তেল ও ক্যাস্টার অয়েল মিশিয়ে নিয়ে তা চুলের গোড়ায় গোড়ায় ব্যাবহার করুন। এবার ঘণ্টাখানেক রেখে চুল ধুয়ে ফেলুন কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে। এই প্যাক একটি অসাধারণ ক্রীমের মতো কাজ করে। এটি চুল অত্যাধিক মাত্রায় ঝরে পড়া আটকায় তার সঙ্গে দ্রুত নতুন চুল গজাতেও সাহায্য করে। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যাবহার করতে পারেন।
খুশকি প্রতিরোধ করে
- পান পাতা – ৭ টি
- জবা পাতা – ৬ টি
- কারি পাতা – ১/২ কাপ
- নারকেল তেল – ১/২ কাপ
প্রথমে পানপাতা, জবা পাতা, কারি পাতা ছিঁড়ে নিন। এবার একটি বড় পাত্রে পানি নিয়ে তা ওভেনে বসিয়ে ফুটান। ওপর একটি ছোট পাত্র রেখে তাতে দিন নারকেল তেল। এবার এই তেলের মধ্যে পাতার টুকরোগুলি দিয়ে ফুটিয়ে নিন ভালো করে। পাতার রং পরিবর্তন হয়ে এলে ছাঁকনির সাহায্যে পাতা থেকে তেল আলাদা করে নিয়ে একটি কাঁচের পাত্রে ভরে রাখুন। এবার এই তেল চুলের গোড়ায় নিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করুন। আগের রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন অথবা গোসলের আগে ১ থেকে ২ ঘণ্টা মাখতে পারেন। চুলের জন্য এই তেল খুবই উপকারী। যত ভালো করে তেল ম্যাসাজ করা হবে তত রক্তসঞ্চালন বাড়বে ও চুলের গ্রোথ ভালো হবে। এই তেল সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাবহার করতে পারেন ভালো রেজাল্টের জন্য।
পাকা চুল থেকে মুক্তি
- পান পাতা – ৭ টি
- জবা ফুল – ৭ টি
পান পাতা ও জবা ফুল ভালো করে পেস্ট করে নিন। এবার এই পেস্ট গোটা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিয়ে তা শুকিয়ে নিন। তারপর যেকোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে এই প্যাক সপ্তাহে ১-২ দিন ব্যাবহার করতে পারেন। ফল পাবেন অতি অবশ্যই।