• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শখের বশে সোনার মাস্ক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১১:৫৭ এএম
শখের বশে সোনার মাস্ক!

সোনার প্রতি দুর্বলতা কমবেশি সবারই রয়েছে। নারীর সৌন্দর্য বৃদ্ধিতে বহু যুগ থেকেই স্বর্ণালংকারের ব্যবহার হয়ে আসছে। এই সারিতে পুরুষদেরও দেখা যায়। অনেক পুরুষ আছেন, যারা শখের বশে  গয়না পরেন। আবার অনেকে আছেন, বংশপরম্পরায় গয়না পরিধান করে আসছেন। কিন্তু সোনার গয়নার প্রতি এই দুর্বলতা থেকে কাউকে সোনার মাস্ক পরতে দেখেছেন?

এমনটাই ঘটেছে ভারতের পুনে শহরে। করোনাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শখের বশেই শঙ্কর কুরাদে নামের একজন সোনা দিয়েই বানিয়ে ফেললেন মাস্ক। সোনার তৈরি এই মাস্কের মূল্য ২ লাখ ৮৯ হাজার রুপি। এই মাস্ক পরে তীব্র সমালোচনার স্বীকারও হয়েছেন এই ব্যক্তি।

শঙ্কর কুরাদে পছন্দের এই মাস্কের ওজন সাড়ে পাঁচ পাউন্ড। মাত্র ১০ দিনেই এই মাস্কটি বানিয়ে দেন কারিগর।

শঙ্কর কুরাদে বলছেন, “মাস্কে ছোট ছোট কিছু ছিদ্র আছে। কাজেই এই মাস্ক পরে শ্বাস নিতে কোনো কষ্টই হয় না। আবার আদতে এই মাস্ক কার্যকর হবে কি না, তা আমার জানা নেই!”

শঙ্কর কুরাদে জানান, সোনার এই মাস্ক তিনি শখেই পরেছেন। সোনার গয়নার ভীষণ ভক্ত তিনি। সব সময় তার হাত আর গলায় শোভা পায় মূল্যবান স্বর্ণালংকার। 

করোনাভাইরাস মহামারির কারণে দেশটিতে যখন বেকারত্ব বাড়ছে, অর্থনীতির অবস্থাও ভালো যাচ্ছে না, মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে- সেই সময়ে সোনার মাস্ক পরে ঘুরছেন শঙ্কর কুরাদ। যা সমালোচনায় ফেলে দিয়েছে তাকে। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্যে তার সমালোচনা করছেন।

কিন্তু সমালোচকদের মন্তব্য এড়িয়ে শঙ্কর কুরাদে বলেন, “আমার পরিবারের সবাই স্বর্ণালংকার পছন্দ করে। সবাই যদি এই মাস্ক চায়, আমি দিতে বাধ্য হব।”

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Link copied!