• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

মেকআপ করুন ৫ মিনিটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৫:২০ পিএম
মেকআপ করুন ৫ মিনিটে

মেকআপ ছাড়া এখন বাইরে যাওয়াই হয় না। অফিসে, পার্টিতে কিংবা বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলেও মেকআপ তো করাই হয়। কখনো ঘুম থেকে ওঠার পর গোসল সেরে দেখলেন হাতে একদমই সময় নেই। এখনই রেডি হয়ে বের হতে হবে। তাড়াহুড়োতে মেকআপ করার সময়ই থাকে না। কিন্তু মেকআপ ছাড়াও তো যাওয়া যায় না। তাই ৫ মিনিটে মেকআপ করার টেকনিকটা জানা জরুরি।

অল্প সময়ে সুন্দর করে সাজতে যে টেকনিকটা আপনি কাজে লাগাবেন, তা জানাব এই আয়োজনে।

বিবি বা সিসি ক্রিম

বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের বিবি বা সিসি ক্রিম পাওয়া যায়। সেগুলো লাগিয়ে নিন। ভুলেও লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এটি মেশাতে সময়ের প্রয়োজন হয়। বিবি বা সিসি ক্রিমে ত্বকের দাগ সহজেই ঢেকে যাবে। তা ছাড়া এতে থাকা ভিটামিন ত্বককেও বাঁচাবে। মুখের সঙ্গে গলায়ও ক্রিম মেখে নিন।

কাজল

বিবি ক্রিম লাগানোর পরই চোখে কাজল দিন। যে কাজল আপনি ব্যবহার করেন, তা লাগিয়ে নিন। ব্যাগেও সব সময় কাজল রেখে দিতে পারেন। এ ক্ষেত্রে পেনসিল কাজল হলেই ভালো। লিকুইড কাজল একদমই ব্যবহার করবেন না। প্রয়োজনে কাজল দিয়েই চোখের ওপর লাইনার টেনে নিন।

মাসকারা

কাজল দেওয়ার পরই চোখকে আকর্ষণীয় মনে হবে। আরেকটু পরিপাটি করতে চোখে মাসকারা ব্যবহার করুন। মাসকারা আপনার চোখকে আরও আকর্ষণীয় করবে।

লিপস্টিক

সাজের অর্ধেকটা শেষ। এবার লিপস্টিক দিয়ে পুরো সাজকে কমপ্লিট লুক দিন। হালকা রঙের বা পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক লাগিয়ে নিন। তা ছাড়া গোলাপি, কোরাল বা ব্রাউন রঙের লিপস্টিক যেকোনো পোশাকেই মানিয়ে যায়। ঠোঁটে লাগিয়ে নিন। সময় থাকলে গোলাপি লিপস্টিক গালেও একটু ব্লেন্ড করে নিতে পারেন।

হাইলাইটার

সবশেষে হাইলাইটার ব্যবহার করুন। নাকে, গালে, কপালে ব্রাশ দিয়ে হাইলাইটার লাগিয়ে নিন। এটি আপনাকে পার্টি লুক দেবে।

Link copied!