গরমকাল এসেছে। বাড়ছে মশার উপদ্রব। মশা কম-বেশি সবাইকেই কামড়ায়। তবে কাউকে একটু বেশিই কামড়ায়। এর কারণ জানতে বিভিন্ন সময়ই গবেষণা চলেছে। যেখানে উঠে এসেছে অদ্ভূত তথ্য।
২০২০ সালে ‘অ্যামেরিকান মসকিউটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন’ একটি সমীক্ষায় উঠে এসেছে, যারা মদ্যপান করে তাদেরই মশা বেশি কামড়ায়। এই দুইয়ের মাঝে সরাসরি একটি যোগসূত্র রয়েছে।
সমীক্ষায় দেখা যায়, মদ্যপানের পর মশা কামড়ানো আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। মদ্যপানের পর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটে।
কেনটাকির পাবলিক হেলথ্ বিভাগের অধিকর্তা গ্রেসন ব্রাউন বলেন, ‘মদ্যপানের পর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশি ঘাম হয়। সেই সঙ্গে শ্বাস–প্রশ্বাস থেকে কার্বন ডাই–অক্সাইড বের হওয়ার প্রবণতাও বাড়ে। তাই মশারা সেদিকে বেশি আকৃষ্ট হয়। এর মধ্যে বিয়ার অন্যতম। যা পানে মশারা বেশি কামড়ায়। বিয়ারের বোতল খুললেই কার্বন ডাই–অক্সাইড বের হয়। অমনি মশাও সেখানে ঘুরপাক খায়।
গবেষকদের দাবি, ৮৫ শতাংশ ক্ষেত্রে জিনগত কারণে মশা বেশি আকৃষ্ট হয়। ৫০ মিটার দূর থেকে মশা টের পায়। ছোটদের থেকে প্রাপ্তবয়স্কদের বেশি কামড়ায়। আর অন্তঃসত্ত্বাদের আরও বেশি আকৃষ্ট করে।