বিয়ের রীতি বা নিয়ম বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন রকম হয়ে থাকে। সেই রীতি অনুযায়ী প্রতিজ্ঞাবদ্ধ হোন সঙ্গীরা। কিন্তু সঙ্গীরা নিজেরাই যখন বিয়ের নতুন রীতি চালু করেন, তখন আলোচনায় তো উঠে আসবেই। জাপানের এক দম্পতিকে নিয়ে সম্প্রতি শুরু হয়েছে এমনই আলোচনা। এই দম্পতি নিজেরাই নতুন বিয়ের রীতিতে মগ্ন হয়েছেন। বিয়ে করছেন, ডিভোর্স দিচ্ছেন, আবারও বিয়ে করছেন, এরপর আবারও ডিভোর্স দিচ্ছেন। বিয়ে আর ডিভোর্সের খেলায় মেতে উঠেছেন এই দম্পতি।
অনেকের মনেই প্রশ্ন জাগবে, কেন বিয়ে- ডিভোর্সের খেলায় মেতেছেন জাপানের এই দম্পতি। সুখী হওয়ার কোনো কৌশল না তো এটি! হ্যাঁ, এটি তাদেরই কৌশল। ইচ্ছে পূরণের কৌশল।
অডিটি সেন্ট্রাল-এর এক প্রতিবেদনে জানায়, টোকিওর নিকটবর্তী হাচিওজি শহরের বাসিন্দা এই দম্পতি। প্রতি তিন বছর পরপর তারা একে অপরকে ডিভোর্স দিচ্ছেন। এরপর আবারও বিয়ে করছেন। এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ। বিয়ে করলেও তারা নিজেদের পদবি ছেড়ে যেতে চাননি। তাই এই উপায় বেছে নিয়েছে তারা।
প্রতিবেদনে আরও জানায়, পূর্বপরিচয় থেকেই বিয়ে হয় হয় এই দম্পতির। বিয়ের আগে কয়েক মাস ডেটও করেছেন। ২০১৬ সালে বিয়ে হয় তাদের। কিন্তু তারা নিজেদের উপাধি নিয়ে খুব সংবেদনশীল। নিজেদের উপাধি পরিবর্তন না করার উপায় খুঁজছিলেন। কোনো সমাধান পাচ্ছিলেন না। সেই সমং আরেক দম্পতির সংস্পর্শে আসেন। যারা একই ধরনের সমস্যা ছিলেন। বিয়ে, ডিভোর্সের এই পদ্ধতিতে সমাধান পেয়েছেন। ব্যস, সেই অনুযায়ী জাপানি এই দম্পতিও একই উপায়ে চলতে থাকেন। বিয়ের তিন বছর পর তালাক দেন এবং আবারও সঙ্গীকে বিয়ে করেন।
জাপানের এই দম্পতি জানান, বিয়ের প্রথম ৩ বছর স্ত্রী তার স্বামীর উপাধি নিয়েছেন। এরপর ২০১৯ সালে ডিভোর্স দিয়েছেন। আবারও তারা বিয়ে করেন। এবার বিয়ের রেজিস্ট্রিতে নিজের প্রথম নাম লেখেন দুজনেই। এরপর স্বামী তার স্ত্রীর উপাধি নেন। চলতি বছরের জুলাইয়ে তারা দ্বিতীয়বার বিয়ের ৩ বছর পূর্তি করবেন। সেই সঙ্গে আবারও ডিভোর্স দেবেন এবং তৃতীয়বারের মতো বিয়ে করবেন। এবার স্ত্রী আবারও স্বামীর উপাধি গ্রহণ করবেন।
নাম পরিবর্তনে তারা কেন সংবেদনশীল, এই বিষয়ে এই দম্পতি জানান, তারা উভয়ই কর্মজীবী। অফিসে তারা তাদের আসল নাম নথিভুক্ত করেছেন। বারবার কাগজের সই বা অন্য ঝামেলা এড়াতেই এই উপায় বেছে নিয়েছেন।