• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাথরুমের দুর্গন্ধ দূর করবেন কীভাবে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৩:৩৭ পিএম
বাথরুমের দুর্গন্ধ দূর করবেন কীভাবে?

পরিচ্ছন্ন জীবনযাপন করলে শরীর ও মন দুই ভালো থাকে। আর একটি বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসলে প্রথমেই আসে সেই বাসার রান্নাঘর আর বাথরুমের পরিচ্ছন্নতা নিয়ে। এর মধ্যে রোগজীবাণুর বড় আখড়া হচ্ছে বাসার বাথরুম। তাই জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত থাকতে বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  

তবে অনেক সময় দেখা যায়, ঝকঝকে তকতকে করে বাথরুম পরিষ্কার করার পরও বাথরুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বাথরুম থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সেটি একটি খারাপ অভিজ্ঞতা। তাই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই এই বিষয়ে যত্নশীল হতে হবে।

চলুন জেনে নেওয়া যাক বাথরুম দুর্গন্ধমুক্ত রাখার কিছু সহজ উপায় সম্পর্কে।

বেকিং সোডার ব্যবহার করুন

বাথরুম দুর্গন্ধমুক্ত রাখতে একটি কার্যকরী উপাদান হলো বেকিং সোডা। বাথরুমের কোনো স্থানে একটি খোলা কাপে বা বাটিতে বেকিং সোডা রেখে দিন। বাথরুমের দুর্গন্ধ শুষে নিতে কাজ করবে এটি। এককাপ সোডা একমাস পর্যন্ত কার্যকরী থাকবে। এরপর এটি পাল্টে ফেলবেন। এর পাশাপাশি বাথরুমের মেঝেতে কোনো দাগ-ছোপ থাকলে তাও পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন বেকিং সোডা।

এসেনশিয়াল অয়েল রাখুন 

বাথরুম দুর্গন্ধমুক্ত রাখার কাজে আপনাকে সাহায্য করবে এসেনশিয়াল অয়েল। এটি এয়ার ফ্রেশনারের চেয়েও বেশি কার্যকরী। আপনার পছন্দের কোনো এসেন্সিয়াল অয়েলে তুলো ভিজিয়ে বাথরুমের এক কর্ণারে রাখতে পারেন। বেছে নিতে পারেন লেমনগ্রাসের সেন্ট, ল্যাভেন্ডার বা মিষ্টি কোনো ফুলের সুগন্ধ। তবে উগ্র বা চটকদার কোনো গন্ধ বেছে নেবেন না।

ভিনেগার ও লেবু দূর করবে দুর্গন্ধ

লেবু তো প্রায় সবার বাড়িতেই থাকে। এই লেবুও কিন্তু বাথরুমের গন্ধ তাড়াতে কাজ করতে পারে। এক টুকরো লেবু কেটে নিয়ে বাথরুমের এক কোণায় রেখে দিন। এটি দুর্গন্ধ দূর করে সতেজ এক ধরনের গন্ধ দেবে। এক সপ্তাহ পরপর আগের টুকরোটি ফেলে নতুন টুকরো রাখুন। লেবুর পাশাপাশি বাথরুম দুর্গন্ধমুক্ত রাখতে ব্যবহার করতে পারেন ভিনেগারও। বাথরুমে ভিনেগার মুখখোলা পাত্রে ভিনেগার রেখে দিন। ১৫ দিন পরপর পাল্টে দেবেন। এটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

বাথরুম নিয়মিত পরিষ্কার করুন

অনেকে বাথরুম পরিষ্কারের কথা ভুলে যান। কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাইলে বাথরুম নিয়মিত পরিষ্কার করতে হবে। ভিনেগার, লেবু ও বেকিং সোডা ইত্যাদি কাজে লাগিয়ে খুব সহজেই বাথরুম পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করতে পারবেন। বাথরুমের টাইলসও নিয়মিত পরিষ্কার করুন।

যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন

বাথরুমের ভেন্টিলেশন ভালো রাখতে হবে। আলো-বাতাস চলাচল করলে সেই বাথরুমে সহজে দুর্গন্ধ হবে না। বাথরুমের ভেতরের পরিবেশও স্বাস্থ্যকর থাকবে। এ ক্ষেত্রে বাথরুমে একটি ছোট জানালা বা এক্সস্ট ফ্যান থাকা ভালো। এর পাশাপাশি এয়ার পিউরিফায়ারও ব্যবহার করতে পারবেন।

Link copied!