প্রতি বছরের মতো ২০২১-এ প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আবার আলোচনার প্রথম কাতারে এসেছে নানান খবর। কোনোটা সবচেয়ে বেশি ভিউ পেয়েছে, তো কোনোটা মানুষের আজও মনে আছে। ভাইরাল এসব ঘটনা একদিকে যেমন মানুয়ের হাসির রসদ জুগিয়েছে, অন্যদিকে কোনো খবরে চোখ ভরে এনেছে। আবার কোনো খবরে মানুষ হিসেবে মহত্ত্বের প্রমাণও মিলেছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য ভিডিও ও খবর আছে, যা এ বছর ভাইরাল হয়েছে।
২০২১ সালের সালতামামির আয়োজনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল খবরগুলোর দিকেই ফিরে দেখব এই আয়োজনে।
গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেই ভাইরাল
সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে কাঁচা বাদাম গানটি। গানে গানে কাঁচা বাদাম বিক্রি করার এই গানের ভিডিও এখন ইউটিউব ও ফেসবুকপ্রেমীদের আগ্রহের শীর্ষে রয়েছে। গানটির মূল শিল্পী ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রি করেন তিনি। বাদাম বেচতে নতুন এই গান বেঁধেছেন। গানের কথা ও সুর নিজেই করেছেন ভুবন, যা শুনে মাতোয়ারা নেট দুনিয়ার ভক্তরা। ‘কাঁচা বাদাম’ শিরোনামে ভুবনের এই গানটি এখন প্রতিটি প্ল্যাটফর্মের নজর কাড়ছে।
তৃতীয় লিঙ্গের সংবাদ উপস্থাপিকা
দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৈশাখী টেলিভিশন তাসনুভা আনান শিশির নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম। তাই তাদের সম-অধিকারের কথা চিন্তা করে বৈশাখী টেলিভিশনের এ সাহসী পদক্ষেপ।
‘নয়া দামান’ গানে নেচে ভাইরাল ঢামেকের তিন চিকিৎসক
এ বছর নয়া দামান গানটি সমাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এবার সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নাচের একটি ভিডিও। নয়া দামান গানের সঙ্গে নেচেই রীতিমতো ভাইরাল ভিডিওটি। ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে এ নাচের ভিডিও পোস্ট করেন। ভিডিওতে ডা. শাশ্বত চন্দনের সঙ্গে ‘নয়া দামান’ গানের তালে নেচেছেন ডা. কৃপা বিশ্বাস এবং ডা. আনিকা হোসাইন খান। এ গানের সঙ্গে তাদের নাচ মুগ্ধ করেছে নেটাগরিকদের। ‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। এর আগে অনেকে গানটি গাইলেও সম্প্রতি তসিবা ও মুজা জুটির কণ্ঠে বেশি জনপ্রিয়তা পেয়েছে গানটি। সিলেটের আঞ্চলিক ভাষা ও সুরে গাওয়া গানটি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। গানটিকে নতুন করে আলোচনায় নিয়ে এলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক। চিকিৎসকদের এই নাচের ভিডিও যেন গানের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করল।
হুইলচেয়ারে বসে সংবাদ উপস্থাপনা করেন তিনি
হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে দেশে প্রথম সংবাদ উপস্থাপক হিসেবে দর্শকদের নজর কাড়লেন মো. হেদায়েতুল আজিজ। এর আগে টিভির পর্দায় হুইলচেয়ারে বসে কাউকে খবর পড়তে দেখেননি দর্শকেরা। বেসরকারি চ্যানেল এসএ টিভিতে খবর পড়ার আগে থেকেই বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ‘উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক প্রোগ্রামের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন হেদায়েতুল। সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনা এলোমেলো করে দেয় হেদায়েতুলের জীবন। দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেও মেরুদণ্ডে আঘাতের কারণে চিরতরে হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। হেদায়েতুলের সার্বক্ষণিক সঙ্গী হয় হুইলচেয়ার। বিজয়ের ৫০ বছরে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান দেখানোর জন্যই এসএ টেলিভিশনের এ উদ্যোগ। হেদায়েতুল আজিজ তার নিজ দক্ষতায় এ কাজ করে সবার প্রশংসা কুড়িয়েছেন। তার পদের নাম হচ্ছে ব্রডকাস্ট জার্নালিস্ট। মাসে চারবার সকালের বুলেটিনে খবর পড়বেন হেদায়েতুল। দর্শকেরা তাকে তার হুইলচেয়ার সহই দেখতে পাবেন।
নৃত্যের তালে আইসক্রিম বিক্রি
সম্প্রতি তুরস্কে অদ্ভুত এক আইসক্রিম বিক্রেতার নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিক্রেতার প্রকৃত নাম মেহমেদ দ্বীন হলেও সামাজিক মাধ্যমে তার পরিচিতি ‘কিলগিন ডোনডুরমাইসে’ নামে। আইসক্রিম বিক্রির সময় মেহমেদের আরবি ও টার্কিশ ভাষার ‘কালবিমসিন’ নামক গানটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার দোকানে আইসক্রিম খেতে হলে দোকানির সঙ্গে নাচতে হয়, এমনকি গাইতেও হয়। দোকানি গান আর নৃত্যের তালে তালে বিক্রি করেন মজাদার আইসক্রিম। মাত্র অর্ধবছরেই মেহমেদের ফেসবুক পেজের ফলোয়ার ১.৪ মিলিয়ন এবং ইউটিউব সাবস্ক্রাইবার ১.১২ মিলিয়ন। ১৯৮২ সালে তুরস্কের বিখ্যাত শহর আন্তাকিয়ায় তার জন্ম। মেহমেদ মাত্র ১৬ বছর বয়সে আন্তাকিয়া ছেড়ে সাইপ্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বসে নাচতেন গাইতেনও। কখনোই ভাবেননি এই শখই তাকে এনে দেবে বিশ্বখ্যাতি।
মানিকে মাগে হিতে
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একটি গান ‘মানিকে মাগে হিতে’। গানটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের এ বছর রীতিমতো ভাইরাল। শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তানসহ আরও অনেক দেশে ভাইরাল গানটি। মাত্র ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি ডি সিলভা এ গানটি গেয়েছেন। শ্রীলঙ্কার সিংহলি ভাষার মিষ্টি এ গানের সুরে এ বছর সবাই মজেছে। ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটি এখন পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর। পাশাপাশি গায়িকা ইয়োহানি এখন তারকা বনে গেছেন। ইয়োহানি ডি সিলভার বয়স মাত্র ১৮ বছর। জন্মসূত্রে তিনি শ্রীলঙ্কান। তিনি গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিজের দেশেও বেশ জনপ্রিয় ইয়োহানি।
বচপন কা প্যায়ার
বচপন কা প্যায়ার ইন্টারনেটে আচমকাই ঝড় তুলেছিল এ বছর। বচপন কা প্যায়ার, যার পেছনে রয়েছে ছত্তিশগড়ের ছোট্ট একটি বালক সহদেব দিরডো। এই গানটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে বহু তারকা এই গানটি নিয়ে রিমেক্সও তৈরি করেন। সহদেবের গান ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘল সহদেবকে সম্মানিত করেন। লক্ষাধিক মানুষ সহদেবের এই গান নিয়ে বহু ভিডিও, রিলস তৈরি করা থেকে নিজেদের আটকাতে পারেননি।
টেসলা বেবি : চালকবিহীন গাড়িতে জন্ম নেওয়া প্রথম শিশু
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি টেসলারের মধ্যে সন্তান প্রসব করে আলোচনায় এসেছেন এক নারী। ফিলাডেলফিয়ায় শিশুটির জন্মের সময় তার মাসহ পরিবারকে বহনকারী গাড়িটি চলছিল অটোপাইলট মোডে বা স্বয়ংক্রিয়ভাবে। পথে গাড়িটি জ্যামে আটকা পড়লে প্রসব বেদনা ওঠে মা শেরির। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারবেন না এমন আশঙ্কায় কিটিং শেরি তাদের গাড়িটির অটোপাইলট মোড চালু করে গন্তব্য হিসেবে সেট করে দেন নিকটবর্তী হাসপাতালে। এরপর তিনি তার স্ত্রীর দেখাশোনা শুরু করেন। আর গাড়ি চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে। গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছার সঙ্গে সঙ্গেই ভূমিষ্ঠ হয় শিশু মায়েভ। নার্সরা এসে গাড়ির সামনের সিটেই শিশুটির নাড়ি কাটেন। পরবর্তী সময়ে হাসপাতালের সবাই শিশু মায়েভকে ‘টেসলা বেবি’ বলে ডাকতে শুরু করে। এখন বিশ্বের প্রথম টেসলা বেবি হিসেবেই জনপ্রিয়তা পেয়েছে শিশুটি।