চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। ধীরে ধীরে চুল পাতলা হয়ে যায়। কোথাও বেড়াতে যাচ্ছেন, চুল কীভাবে সেট করবেন তা নিয়ে পড়তে হয় বিপাকে। পাতলা চুলে কোনো স্টাইল করা যায় না। কোনোভাবে চুল বেঁধে গেলে তা মানানসই না হলে পুরো সাজ যেন ফিকে পড়ে।
কীভাবে পাতলা চুলকে ঘন ও আকর্ষণীয় করা যায়, তার কিছু কৌশল জানাবো এই আয়োজনে।
শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার
চুল ধোয়ার জন্য় শ্যাম্পুর ধরন পাল্টে নিন। পাতলা চুল ঘন দেখাতে ভলিউমনাইজিং শ্যাম্পু বাজারে পাওয়া যায়। সেটি ব্যবহার করুন। বাজারে এই ধরনের কন্ডিশনারও রয়েছে, যা ব্যবহার করে চুলকে ঘন ও আকর্ষণীয় করা যাবে। অন্যদিকে বেশি সিল্কি করা শ্যাম্পু এবং কন্ডিশনার একেবারেই ব্যবহার করবেন না।
সিঁথি বদলে নিন
প্রতিদিন একদিকেই সিঁথি করছেন। কোথাও যাওয়ার আগে সিঁথি বদলে উল্টো দিকে করে নিন। এতে আপনার চেহারা অন্যরকম লাগবে। চুলও ঘন দেখাবে। এক দিকে সিঁথি করলে তা চওড়া হয়ে যায় এবং চুল আরও পাতলা দেখায়। সেই সমস্যা দূর করতে সিঁথি বদলে চুল আঁচড়াবেন।
চুলের রং বদলে নিন
পাতলা চুল ঘন দেখাতে চুলে রং বদলে নিতে পারেন। বিশেষ করে চুলে হাইলাইট করে নিলে অনেক কিছু বদলে যাবে। চুলে ঠিক রং বেছে সরু করে হাইলাইটস করিয়ে নিন। চুলে ঘনত্ব বোঝাবে।
ব্লো ড্রাই
চুল শ্যাম্পুর করার পর শুকনোর সময় উল্টো করে ব্লো ড্রাই করুন। একটি বড় চিরুনি দিয়ে উল্টো করে চুল আঁচড়ে নিন। নিমেষেই চুল ঘন দেখাবে।
ড্রাই শ্যাম্পুর ব্যবহার
অনেকের চুলে তৈলাক্তভাব বেশি থাকে। বাইরে যাওয়ার আগে চাইলে চুলের গোড়ায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। স্প্রে করে আলতো আঙুলে ঘষে নিন। চুল ঘন দেখাবে।
ভলিউম হেয়ার কাট
চুলের ঘনত্ব বোঝাতে অনেক ধরনের হেয়ার কাট রয়েছে। ভালো সেলুন থেকে চুলে সুন্দর কাট দিয়ে নিন। চেহারার সঙ্গে মানানসই কোনো হেয়ার কাট দিন। যা চুল ঘনও লাগবে এবং আপনাকে মানিয়েও যাবে।
অন্যভাবে চুল বাঁধুন
যারা ঝুঁটি করতে পছন্দ করেন, কিন্তু পাতলা চুলে ঝুঁটি ভালো দেখাচ্ছে না তাদের জন্য় ছোট কৌশল রয়েছে। একটি ঝুঁটি না করে বরং দুই ঝুঁটি করে নিন। নিচের দিকের চুল নিয়ে নিচু করে একটি ঝুঁটি করুন। তারপর উপরের অংশের চুল নিয়ে আরেকটি ঝুঁটি করুন। এরপর উপরের পনিটেল দিয়ে নিচের অংশটা ঢেকে দিন। দেখুন কতটা ঘন দেখাচ্ছে ঝুঁটি।