• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজেকে নিজেই বিয়ে করে আলোচনায় সেই নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২২, ১১:০৫ এএম
নিজেকে নিজেই বিয়ে করে আলোচনায় সেই নারী

বিয়ে সামাজিক রীতির অন্যতম একটি। ছেলে-মেয়ে পারস্পরিক সমঝোতায় বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, এটাই মানবসভ্যতার চিরাচরিত নিয়ম। যুগ যুগ ধরেই এই প্রথা চলে আসছে। গতানুগতিক প্রথা থেকে বেরিয়ে সমাজে চালু হয় সমকামিতার বিয়ের প্রথা। একই লিঙ্গের অর্থাৎ মেয়ের সঙ্গে মেয়ে কিংবা ছেলের সঙ্গে ছেলের বিয়ের প্রথাকেই সমকামিতার বিয়ে বলে। এখনো অধিকাংশ সমাজব্যবস্থায় এই প্রথার স্বীকৃতি মেলেনি। তবু পারস্পরিক সমঝোতায় সমকামী বিয়েকে অনেকেই ইতিবাচকভাবে দেখছে। তবে নিজেই নিজেকে বিয়ে করার প্রথার প্রচলন কোথাও ছিল না। নিয়মকানুনের বাইরে গিয়ে সবকিছু ছাপিয়ে এমনই ঘটনা ঘটিয়েছেন এক নারী। এরপরই শুরু হয় আলোচনা আর সমালোচনা।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। সেই নারীর নাম ক্ষমা বিন্দু। হিন্দু রীতিনীতি মেনেই তিনি নিজেকে নিজে বিয়ে করেছেন। স্ব-প্রেমের উদাহরণ স্থাপনেই তিনি এই কাজটি করেছেন বলেও জানান।

ক্ষমা বিন্দুর নিজেকে নিজে বিয়ে করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ১১ জুন বিয়ের সময় নির্ধারণ থাকলেও সামাজিক যোগযোগমাধ্যমে বিতর্কের জেরে দুই দিন আগেই অর্থাৎ ৯ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন এই নারী।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করে সবাইকে ধন্যবাদও দিয়েছেন ক্ষমা বিন্দু। বিয়ের আনুষ্ঠানিকতায় সবই ছিল। হাতে মেহেদি পরেছিলেন, গায়ে হলুদও মাখিয়েছেন। হাসিমুখে নিজের সিঁথিতে সিঁদুরও লাগিয়েছেন ক্ষমা বিন্দু। ভারতের ইতিহাসে এটি প্রথম একক বিবাহ।

ভিডিও বার্তায় ক্ষমা বিন্দু নবলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সাহস দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন আর আমি যা বিশ্বাস করেছি তার জন্য লড়াই করার শক্তি দিয়েছেন।"

স্ব-প্রেমে মগ্ন হয়ে স্ব-বিয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে ক্ষমা বিন্দু বলেন, “কানাডিয়ান ওয়েব সিরিজ ‘‍অ্যানি উইথ অ্যান ই‍‍’ থেকে একাকিত্বের ধারণাটি পেয়েছি। আমি মুগ্ধ। এটি আমার নিজের প্রতি প্রতিশ্রুতি। বিয়ের পরে নিজের জন্য একটি মধুচন্দ্রিমার পরিকল্পনাও করেছি।"

Link copied!