কোরবানির পশুর হাটে যেতে যা খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:২৮ পিএম
কোরবানির পশুর হাটে যেতে যা খেয়াল রাখবেন

আসছে ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় পালিত হয়। ঈদকে সামনে রেখে বসে কোরবানি পশুর হাট। ইতোমধ্যে পশুর হাট বসার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। হাটে গিয়ে কোরবানির পশু কেনা এই উতসবের অন্যতম অংশ।

করোনা মহামারিতে হাটে যাওয়া ও স্বাস্থ্যবিধি মেনে পশু কেনায় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা করোনা সংক্রমণ থেকে বেঁচে থাকাটাও প্রয়োজন। করোনার কারণে অনেকেই অনলাইনে পশু কিনে রেখেছেন। কিন্তু যারা হাটে গিয়ে পশু কিনবেন বলে বসে রয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও খেয়াল রাখতে হবে। সুরক্ষা বিষয়টি নিজেকেই খেয়াল রাখতে হবে। কারণ হাটে লোক সমাগম খুব বেশি হয়।

হাটে গিয়ে কোরবানির পশু কিনতে যেসব সুরক্ষার বিষয়ে খেয়াল রাখতে হবে তা জানাব এই আয়োজনে_

  • হাটের যাওয়ার আগে অবশ্যই মাস্ক ও স্যানিটারাইজার সঙ্গে নিন। ডাবল মাস্ক পরুন। কিছুক্ষণ পর পর হাট স্যানিটারাইজ করুন। প্রয়োজনে চোখে প্রটেকশন গ্লাস পরে নিতে পারেন। হাতে গ্লাভস বা মুখে ফেস শিল্ড ব্যবহার করুন।
  • সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা সংক্রমণ ঠেকানোর অন্যতম শর্ত। বিষয়টি ভুলে গেলে চলবে না। হাটে গিয়ে যেখানে ভিড় দেখবেন সেই জায়গা এড়িয়ে চলুন। অন্যের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
  • গরু কেনার জন্য হাটে যাবেন। অযথা ঘুরাঘুরির জন্য নয়। অনেকে শখের বশে হাট দেখতে যায়। এই মহামারির সময়ে এটি করা যাবে না। শুধু পশু কেনার জন্য়ই হাটে যাবেন। অন্য়রা নিজেদের সুরক্ষা ও অন্যদের সুরক্ষার কথা বিবেচনা করে হাটে যাবেন না।
  • বয়স্ক ব্যক্তিরা হাটে না যাওয়াই ভালো। প্রয়োজনে অনলাইন থেকে পশু কিনে রাখতে পারেন।
  • চেষ্টা করুন একদিনেই পশু কিনে বাড়ি ফিরে আসার। বারবার পশুর হাটে যাওয়া কিংবা বিভিন্ন হাটে ঘুরে বেড়ানোর সময় এখন নয়। যত বেশি ঘুরবেন করোনা সংক্রমণের শঙ্কা ততই বাড়বে।
  • করোনায় আক্রান্ত ব্যক্তি মাস্ক না পরে পশুর কাছাকাছি গিয়ে হাঁচি দিলে ভাইরাসটি পশুর চামড়ায় লেগে যায়। সেক্ষেত্রে সুস্থ ব্যক্তি পশুটির গায়ে হাত দিয়ে নিজের চোখ, মুখ স্পর্শ করলে তিনিও করোনায় আক্রান্ত হয়ে যাবেন। এই ক্ষেত্রে পশুর গায়ে যথাসম্ভব হাত দিবেন না।
  • হাটে যাওয়ার সময় স্যান্ডেল না পরে, পা–ঢাকা জুতা বা লম্বা বুট জুতা পরবেন।
  • পশু কেনার আগে বাজেট ঠিক করুন। বাজেট অনুযায়ী পশুর দরদাম করুন। অযথা বাজেটের বাইরের পশু দেখে সময় নষ্ট করবেন না।
  • পশু কেনার পর পশু কীভাবে বাড়িতে নিয়ে যাবেন সেই ব্যবস্থাও আগে করে রাখুন।
  • পশুর কী খাবে, কোথায় রাখা হবে সেগুলো আগেই ঠিক করে রাখুন।
  • হাট থেকে বাড়ি ফেরার পর নিজেকে ভালোভাবে পরিস্কার করুন। জুতা, কাপড় সব হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ডুবিয়ে রাখুন। ঘরের কোথাও স্পর্শ না করে সোজা গোসলে ঢুকে যান। শ্যাম্পু, সাবান ব্যবহার করে ভালোভাবে গোসল করে নিন।
Link copied!