• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কম খরচের বিয়ের স্থায়িত্ব বেশি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২২, ১২:২৪ পিএম
কম খরচের বিয়ের স্থায়িত্ব বেশি!

জীবনের বিশেষ মুহূর্তটি হচ্ছে বিয়ে। স্মরণীয় একটি দিন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কত আয়োজন থাকে। পোশাক, মেকআপ, গয়না, বিয়ের স্টেজ থেকে শুরু করে খাওয়াদাওয়া সব আয়োজনেই থাকে চমক। ইভেন্ট ম্যানেজমেন্ট এই আয়োজনগুলোকে আরও আকর্ষণীয় তোলে। যেমনটা চাইবেন, তেমনটাই জমকালো আয়োজনের ব্যবস্থা করতে হবে। তবে এর জন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

অন্যদিকে একটি বিয়ের আয়োজন থাকে একদম সাদামাটা। পরিবারের গুটি কয়েক মানুষকে নিয়ে এই আয়োজন হয়। ঘরোয়া পরিবেশেই সেরে নেওয়া হয় বিয়ে। অনেকটা কম খরচেই শেষ হয় পুরো আয়োজন।

কম খরচে বিয়ে না বেশি খরচে বিয়ে, কোনটা টেকসই বা স্থায়িত্ব বেশি, তা নিয়েই সম্প্রতি গবেষণা চালিয়েছেন গবেষকরা। সেই গবেষণায় প্রমাণ মিলেছে, বেশি খরচ করে বিয়ে করার তুলনায় কম খরচের বিয়েতেই স্থায়িত্ব বেশি থাকে। এমন বিয়েতে সঙ্গীদের একসঙ্গে থাকার আন্তরিকতাও বেশি দেখা যায়।

ব্রাইট সাইডের এক প্রতিবেদেন উঠে আসে বিষয়টি। গবেষণাটি করে এমরি বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তারা খরচের সঙ্গে বিয়ের স্থায়িত্বের সময়কাল নিয়ে গবেষণা চালান। যেখানে অর্থ, বিবাহ ও যোগাযোগ নিয়ে বিস্তর গবেষণা চালানো হয়।

গবেষকরা জানান, জমকালো বিয়ের আয়োজন করতে খরচ বেশি হয়। সেই খরচ সামলাতে ঋণ নিতে হয় অনেকের। এই ঋণ শোধ করতে সংসারজীবনে অতিরিক্ত চাপ পড়ে, যা দাম্পত্য কলহের সৃষ্টি করতে পারে। সূত্র ধরে এই কলহ বিচ্ছেদের রূপও নেয়। কারণ থাকে আর্থিক সমস্যা। সংসারে আর্থিক সমস্যা হলে দম্পতিরা বিচ্ছেদের পথ বেছে নেয়।

অন্যদিকে কম খরচে বিয়ের বিষয়ে ইতিবাচক কথা জানিয়েছেন গবেষকরা। কম খরচের বিয়েতে ঋণ করতে হয় না। বাড়তি মানসিক চাপেও পড়তে হয় না। এমনকি বিয়ের পর বর-কনে পছন্দসই জায়গা হানিমুনও সেরে নিতে পারেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হয়। 

সমীক্ষায় ৬৩ শতাংশ উত্তরদাতার দেওয়া তথ্যে এমনটাই প্রমাণ মিলেছে। সমীক্ষার তথ্যে দেখা যায়, বেশি খরচের বিয়ের চেয়ে পছন্দের গন্তব্যে ঘুরে আসা নতুন দম্পতির জন্য ইতিবাচক।

তা ছাড়া বেশি খরচে বিয়ে করে যদি কিছুদিন পর বর-কনের বিচ্ছেদ ঘটে তা নিয়ে নানা মন্তব্য শুরু হয় স্বজনদের মধ্যে। অন্যদিকে কম খরচে বিয়ের বিষয়ে তেমন কোনো আগ্রহও থাকে না স্বজনসহ পাড়া-প্রতিবেশীর। এদিকটাও ইতিবাচক মনে করছেন গবেষকরা।

Link copied!