• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আপনার শিশু জিনিয়াস কীভাবে বুঝবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২২, ০২:৩৯ পিএম
আপনার শিশু জিনিয়াস কীভাবে বুঝবেন?

প্রত্যেক শিশুর মা বাবারাই চান তাদের আদরের সন্তান যেনো বিভিন্ন দিক থেকে স্পেশাল হয়। আর পাঁচটি বাচ্চার থেকে যেনো নিজের বাচ্চা বিশেষ হয়। আর তাই জন্মের পরেই চলে বাড়ির সবথেকে ছোট সদস্যকে নিয়ে নানা জল্পনা কল্পনা। 

শিশুর বিভিন্ন রুচীর প্রতি থাকে পরিবারের বড়োদের বিশেষ নজর। তবে আপনি কি জানেন প্রত্যেকটি শিশুর মধ্যেই থাকে নিজেস্ব কিছু গুণ?  যার দিকে ছোট থেকেই নজর দিলে, আপনার আদরের সন্তানটি হবে সকলের থেকে স্পেশাল। তবে কিভাবে বুঝবেন আপনার সন্তান জিনিয়াস?

চলুন জেনে নেওয়া যাক যেভাবে বুঝবেন আপনার মিশু জিনিয়াস-

  • আপনার শিশু সব বিষয়ে আগ্রহী। কৌতুহলী দ্ষ্টি সবসময় বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্তস থাকে। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এটা মিশুর জিনিয়াসের লক্ষণ।
  • খেলাধুলা, সঙ্গীত বা নাটকের ক্লাস, এসব নিয়ে আপনার শিশুর আগ্রহ থাকলে অল্প বয়স থেকে সুযোগ দিতে হবে। তাহলেই প্রতিভা বিকাশের সম্ভাবনা বাড়বে।
  • শিশুর শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে বেশী প্রশংসা করুন। কারণ আপনার প্রশংসা আপনার শিশুকে আরও উৎসাহিত করবে। যা তার পরবর্তী জীবনে তাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে।
  • শিশুর ভুলগুলোকে তার শিক্ষার অংশ হিসাবে দেখতে হবে। ভুল থেকে শিক্ষা গ্রহণকে একটি সুযোগ হিসাবে দেখতে হবে। ভুল করলে বাচ্চাদের ভবিষ্যতে সঙ্কট মোকাবেলার ক্ষমতা বাড়ে। তাই এটিও আপনার শিশুর, জিনিয়াসের লক্ষণ।
  • প্রতিভাবান শিশুরা নতুন নতুন চ্যালেঞ্জ চায়।তাদের নিজের গতিতে শিখতে চায়। চলতি শিক্ষা ব্যবস্থার মাঝে তাদের সেই বিশেষ চাহিদা পূরণে বাবা-মাকে শিক্ষকদের সাথে নিয়মিত পরামর্শ করতে হবে। তাহলেই আপনার জিনিয়াসে এগিয়ে যাবে আরো একধাপ।

 

Link copied!