• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেন জি কারা, তাদের ভাষা সম্পর্কে কী জানেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৩:২৩ পিএম
জেন জি কারা, তাদের ভাষা সম্পর্কে কী জানেন
প্রতীকী ছবি: সংগৃহীত

আগে প্রজন্মের নামকরণ নিয়ে তেমন কোনো মাতামাতি ছিল না। তবে বিভিন্ন সময়ে এসে প্রজন্মের নামকরণ হয়। এই যেমন- জেনারেশন জেড বা জেন জি। জেন জি তাদের বলা হয় যাদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত। অর্থাৎ এদের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর। আর এই সময়ে এসে আমাদের দিনের একটা বড় সময় চলে যায় অনলাইনে বার্তার আদান-প্রদান করতে করতে। তবে জেন জি এই সময়টাকে কমিয়ে আনে কিছু শব্দের মাধ্যমে। এই শব্দগুলোকে বলে জেন জির ভাষা। আর জেন–জিকে বুঝতে হলে তাদের ব্যবহৃত শব্দগুলোও তো বোঝা চাই। তাই জেনে রাখুন জেন জির ব্যবহৃত শব্দের যে মানে-

টিওয়াইএসএম (TYSM): এর মানে সহজ। থ্যাঙ্ক ইউ সো মাচ।

অরা (Aura): ব্যক্তিত্বের পরিমাপক। একজন মানুষের কতটা কুল বা আনকুল সেই অর্থে  ‘অরা গেইন’ এবং ‘অরা লস’ ব্যবহৃত হয়।

বিটিডব্লিউ (BTW): এর মানে বাই দ্য ওয়ে। অর্থাৎ এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যেতে আপনি বাক্যের শুরুতে ব্যবহার করে।

ব্রাহ্ (Bruh): শব্দটি ব্যবহার করা হয় কারও কিংবা কোনো কিছুর প্রতি শক, হতাশা কিংবা বিব্রতবোধ বোঝাতে। এটি মূলত ইংরেজি ‘ব্রাদার’ শব্দের সংক্ষিপ্ত রূপ।

এলএমকে (LMK): এলএমকে অর্থ লেট মি নো। মানে, আমাকে জানিয়ো।

ক্যাপ (Cap): মিথ্যা। কেউ মিথ্যা বলছে, তা ধরতে পারলে ক্যাপ/ক্যাপিং বলে তাকে ধরিয়ে দেওয়া হয়।

ওএমডব্লিউ (OMW): অন মাই ওয়ে। আমি রাস্তায়, শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে বা তুমি চিন্তা করো না আমি আসছি—এমন সব ক্ষেত্রে লিখতে পারেন ওএমডব্লিউ।

টিএমআই (TMI): টু মাচ ইনফরমেশন। আপনি হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বেশি বলে ফেলেছেন। তখন সেটাকে জাস্টিফাই করতে লিখলেন, টিএমআই? কিন্তু এই সম্পর্কে তোমার আসলে জানা উচিত।

ডিএম (DM): ডিরেক্ট মেসেজ। যেমন- আরওকিছু জানতে আমাকে ডিএম করুন।

এরা (Era): কোনো ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয়।

আই ওয়াই কে ওয়াই কে (Iykyk): এটি ‘ইফ ইউ নো, ইউ নো’ (If you know, you know)–এর সংক্ষিপ্ত রূপ। কোনো একটি বিষয়ে কেউ আগে থেকে অবগত থাকলে শব্দটি ব্যবহার করে তার ইঙ্গিত দেয়।

ওকে বুমার (OK Boomer): ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের বলা হয় ‘বেবি বুমার্স’ বা ‘বুমার্স’ প্রজন্ম। এই প্রজন্মের গোঁড়া মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোকে বলে ‘ওকে বুমার’।

পুকি (Pookie): আদর করে পছন্দের মানুষ, বিশেষত বন্ধু ও ভালোবাসার মানুষকে ডাকা হয় ‘পুকি’।

টিবিএইচ (TBH): টু বি অনেস্ট। টিবিএইচ, তোমার বয়ফ্রেন্ডকে আমার কখনোই পছন্দ ছিল না। টিবিএইচ অনেকটা এফডব্লিউআইডব্লিউ (FWIW) বা ফর হোয়াট ইটস অর্থের সমার্থক।

সিম্প (Simp): কারও প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়া। বিশেষ করে কোনো নারীর প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়াকে বলে সিম্প।

Link copied!