যুক্তরাষ্ট্রজুড়ে ‘ক্ষুধার্ত দম্পতি’ বা ‘হাংরি কাপল’ নামে পরিচিত তারা। প্রতিযোগিতা করেন নিজেদের বিরুদ্ধে। কে, কত দ্রুত খেতে পারেন সেই প্রতিযোগিতা চলে নিয়মিত। এই প্রতিযোগিতায় এখন তারা বিশ্বরেকর্ড বুকের স্থান পেয়েছে। বলছি এক দম্পতির কথা। তাদের নাম নিকোলাস ওহেরি ও মিকি সুদো।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এই দম্পতি। সম্প্রতি সবচেয়ে দ্রুত খাওয়ার প্রতিযোগিতার শীর্ষে উঠে রেকর্ড করেছেন তারা। এই অদ্ভূত গুণে তারা জায়গা করে নিয়েছে ওয়াল্ড গিনেস বুকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মেক্সিকান খাবার বুরিত্তো। যা বানানো হয় সবজি ও মাংসের পুর দিয়ে। বলা যায়, বেশ বড়সড় একটি রোল। সাধারণ একজন মানুষের এই রোল খেলে মিনিট খানেক সময় লেগে যাবে। কিন্তু মিকি সুদো পুরো রোলটি খেয়ে নিয়েছেন মাত্র ৩১ দশমিক ৪৭ সেকেন্ডে। আগেও তিনি এই রেকর্ডটি করেছেন। যাতে আরও দশমিক ৮৮ সেকেন্ড সময় বেশি লেগেছিল।
দ্রুত সময়ে বুরিত্তো খাওয়ার পাশাপাশি মিকি হটডটও খেতে পারেন। মাত্রা ১ মিনিটে ৬টি হটডগ খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। তার স্বামী নিকোলাসও হটডগ খাওয়ায় পটু। তিনি ১২টি হটডগ খেয়েছেন মাত্র ৩ মিনিটে। কম সময়ে সবচেয়ে বেশি হটডগ খাওয়ার বিশ্ব রেকর্ড এখন নিকোলাসের দখলে।
গিনেস বুক সূত্রে আরও জানা যায়, একে অপরের সঙ্গে পরিচয়ের আগেও এই দম্পতি দ্রুত খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং জয় পেয়েছেন। এমনই এক প্রতিযোগিতায় তাদের দেখা হয়। এরপর বিয়ে এবং সন্তান। এক সন্তানের জনক এই দম্পতি এখনও বিষয়টি ইনজয় করেন। এমনকি এখনও তারা এমন প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে থাকেন।