ছবি তুলতে কে না পছন্দ করে। বলা যায়, ছবি তোলা এখন ট্রেন্ডের অংশ। যে যত সুন্দর ছবি তুলবে, তার চর্চাই বেশি হবে। শুধু তাই নয়, ছবি তোলা এখন ক্যারিয়ারের অংশও হয়ে উঠেছে। ডিজিটাল যুগে ছবি তোলা রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি তুলে যখন বিশ্ব রেকর্ড হয়, তখন চর্চা তো হবেই। তাও আবার পানির নিচে ছবি তুলে করা হয়েছে বিশ্ব রেকর্ড। সম্প্রতি এমনই খবর সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এসেছে।
পানির নিচে ফটোশ্যুটের কথা ভাবতেই যেন দম বন্ধ হয়ে যায়। কিন্তু সেই কাজটি করেই বিশ্বকে চমকে দিয়েছেন মডেল সিয়ারা আন্তোস্কি। পানির ১৬৩.৩৮ ফুট (৪৯.৮০ মিটার) নিচে ফটোশুট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন এই মডেল। সেই সঙ্গে রেকর্ডে জায়গা পেয়েছেন ছবির ফটোগ্রাফার স্টিভেন হেইনিং।
এর আগেও এই দুজন ২০২১ এবং ২০২৩ সালে পানির গভীরে ফটোশ্যুট করেন এবং বিশ্বরেকর্ডে নাম তুলেন। এবার নিজেদের রেকর্ডই ভেঙেছেন তারা। সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা রাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেকে শুটিং করে বিশ্বরেকর্ড গড়েন।
দীর্ঘদিনের প্রচেষ্টার কাজটি করতে সফল হন তারা। দীর্ঘ সময় প্রশিক্ষণও নিয়েছেন। ফটোশ্যুটের সময় প্রশিক্ষিত রেসকিউ দল তাদের সঙ্গে ছিলেন। গিনেস ওয়াল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ফটোশ্যুটের জায়গাটির গভীরতা ছিল ১৩০ ফুট। সেখানে অবস্থানের সময় শরীর থেকে নাইট্রোজেন গ্যাসগুলো ছেড়ে দেয়। যা থেকে শরীরে গভীর চাপ অনুভূত হয়। অতিরিক্ত নিরাপত্তা প্রশিক্ষণের পরই এই কাজটি সম্পন্ন করা হয়েছে। দুজনকেই প্রযুক্তিগত প্রশিক্ষণ, গ্যাস মিশ্রণ এবং ডিকম্প্রেশন অনুশীলন করতে হয়েছে। এরপরই এই বিষ্ময় কাজটি করা সম্ভব হয়েছে।
মডেল সিয়ারা বলেন, ‘ফটোশ্যুটের জন্য সমুদ্রের গভীরে, ডাইভ সরঞ্জাম ছাড়াই নির্মম ঠান্ডা এবং পরাবাস্তব পরিবেশ সহ্য করা কষ্টকর ছিল। এই চ্যালেঞ্জটি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পেরেছি। তিনবারের এই রেকর্ড অর্জন সত্যিই আনন্দ দেয়।‘