• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৬

দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:৪৬ পিএম
দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড
সূত্র: সংগৃহীত

ট্রেন ভারী যানবাহন। কয়েকটি বগি মিলে পুরো একটি ট্রেন। যা বিশাল ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়। তবে বিশাল ভারী এই যানবানহটি দাঁত দিয়ে টেনে নেওয়া সত্যিই বিস্ময়কর ঘটনা। যা বাস্তবে করে দেখালেন মিসরের কুস্তিগীর আশরাফ মাহরুস। নিজের দাঁত দিয়ে ২৭৯ টন ওজনের বিশাল ট্রেন টেনে দেখিয়েছেন তিনি। যা সম্প্রতি গিনেস বুকের রেকর্ডে জায়গা করে নিয়েছে।

মিসরের কুস্তিগীর আশরাফ মাহরুস কাবোঙ্গা নামেও বেশ পরিচিত। সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তিনটি ক্যাটাগরিতে আনুষ্ঠানিক স্বীকৃতি পান। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে দাঁত দিয়ে ট্রেন টানা। এছাড়াও ভারী লোকোমোটিভ টানা এবং দ্রুততম সময়ের মধ্যে গাড়িকে ১০০ মিটার টেনে নেওয়ার মতো বিস্ময়কর কাজও করে দেখিয়েছেন এই কুস্তিগীর। এই দুটি কাজের জন্যও তিনি গিনেস স্বীকৃতি পান।

মিসরের রাজধানী কায়রোর রামসেস রেলস্টেশনে দাঁত দিয়ে ট্রেন টেনে দেখান আশরাফ। দড়িতে বেঁধে নিজের দাঁত দিয়ে ট্রেনটি টানেন। ট্রেনটি ১০ মিটার (৩৩ ফুট) টেনে নিয়ে যান। এরপর নিজের বাহু দিয়েও ট্রেনটি আরও কিছুদূর টেনে নিয়ে যান। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে উপস্থিত থাকা মানুষেরা।

আশরাফ মাহরুসের বয়স ৪০ বছর। তিনি কুস্তিগীরদের সংগঠন ইজিপশিয়ান ফেডারেশন ফর প্রফেশনাল রেসলার্সের প্রেসিডেন্ট। ২০২১ সালে ১৫ হাজার ৭৩০ কিলোগ্রাম ওজনের ট্রাক দাঁত দিয়ে টেনে নিয়ে বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখান এই কুস্তিগীর। এরপর ২০২৪ সালে মাত্র ৩০ সেকেন্ডে ১১টি ডিম ভেঙে কাঁচা খেয়েও গিনেস রেকর্ড করেন।

Link copied!