• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষুদেবার্তায় যেসব কথা বললে হতে পারে সম্পর্ক নষ্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৬:০২ পিএম
ক্ষুদেবার্তায় যেসব কথা বললে হতে পারে সম্পর্ক নষ্ট
ছবি: সংগৃহীত

চিঠির দিন তো প্রায় হারিয়েই গিয়েছে। সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন কিংবা ইমেইলের ক্ষুদে বার্তা। এক সেকেন্ডের মধ্যেই বার্তা পৌছে যায় গন্তব্যে। সেই সুবাদে সারাক্ষণই বার্তা আদান প্রদান হচ্ছে এসব মাধ্যমে। তবে সুযোগ যতটা বেড়েছে, সম্পর্কের টানাপোড়নও তত বেশি হচ্ছে। কারণ ক্ষুদে বার্তায় এমন কিছু কথা বলা হয়ে যায় যা সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হয়ে দাড়ায়। তাই সহজে বার্তা পাঠানোর এসব মাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতাও মানতে হয়। বিশেষ করে আপনি যদি টেক্সট্রোভার্ট হয়ে থাকেন, তবে কিছু কথা ক্ষুদে বার্তায় বলা থেকে বিরত থাকুন।

টেক্সট্রোভার্ট মানুষগুলো সরাসরি কিংবা ফোনকলে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বরং ক্ষুদেবার্তায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারাই অনেক সময় আবেগের বশে কোনো চিন্তাভাবনা না করেই কাউকে ক্ষুদেবার্তায় কিছু বলে ফেলছেন। যা অনেক সময় ভুল-বোঝাবুঝির কারণও হয়। কারণ এর মাধ্যমে মনের ভাব সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না বা অনেকে সঠিকভাবে বোঝেন না। তাই কিছু কথা ক্ষুদেবার্তায় বলার আগে অবশ্যই ভাবতে হবে। যেমন_

·        ক্ষুদেবার্তায় হয়তো কাউকে মনের কথাগুলো জানাচ্ছেন। কিন্তু এটি আপনার বার্তাকে অনেকখানি দুর্বল করে দেয়। বরং সরাসরি কথা বললে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কাজ করে। সেই সঙ্গে চোখের ভাষাও স্বীকারোক্তিকে শক্তিশালী করে তোলে। যা ক্ষুদে বার্তায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। তাই এই ধরণের কথা বলা থেকে বিরত থাকুন।

·        কারও কাছে ক্ষমা চাওয়ার হলে ক্ষুদেবার্তায় তা না জানানোই ভালো। এতে আপনার আবেগ প্রকাশ পাচ্ছে না। আবার যার কাছে ক্ষমা চাচ্ছেন সে বিষয়টি হালকাভাবেই নেবে। গুরুত্বহীন বা দায়সারা মনে করবে। তাই কারও কাছে ক্ষমা পেতে ক্ষুদেবার্তা নয়, বরং সরাসরি কথা বলুন।

·        সম্পর্কে ইতি টানতে চাইছেন এটাও ক্ষুদেবার্তায় জানাবেন না। কারণ এটি অমানবিক হতে পারে। কারণ এটি অপরজনের জন্য অত্যন্ত অসম্মানজনক। কারও সঙ্গে সম্পর্ক শেষ করতে হলে অবশ্যই দেখা করে কথা বলুন। দুজনের মধ্যে শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পর্কের ইতি টানুন। ক্ষুদেবার্তায় সম্পর্ক শেষ করলে তা অন্যের মানসিক অবস্থারও ক্ষতির কারণ হতে পারে।

·        ক্ষুদেবার্তায় কোনো গোপন কথাও বলতে যাবেন না। কারণ খুব সহজেই এখন স্ক্রিনশট রাখা যায় কিংবা হ্যাকিং করা যায়। যা থেকে গোপন কথাগুলো অন্যরাও জানতে পারে। তাছাড়া প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে গোপনীয়তা রক্ষার বিষয়টিও বেশ জটিল। তাই যেকোনো গোপন কথা ক্ষুদে বার্তায় না জানিয়ে সরাসরি বলুন।

·        যেকোনো সুসংবাদও ক্ষুদেবার্তায় না জানিয়ে সরাসরি বলুন। অনেকেই সুসংবাদ পাওয়ামাত্রই আপনজনদের জানাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এতে আপনি একটি সুন্দর ও স্মরণীয় মুহূর্ত থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ সুসংবাদ সরাসরি জানালে নিজেদের মধ্যে আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হবে। যা ক্ষুদেবার্তার মাধ্যমে জানালে পাওয়া যায় না।

Link copied!