• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

এবার ঈদে কোন হেয়ার কাটে ঝুঁকছেন নারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৮:৫৪ পিএম
এবার ঈদে কোন হেয়ার কাটে ঝুঁকছেন নারীরা
ছবি: সংগৃহীত

ঈদ মানেই নতুন পোশাক আর সাজগোজ। সেই সঙ্গে নিজেকে তুলে ধরা। ঈদে আউটলুকে নতুনত্ব আনতে যেমন নতুন পোশাক পরা হয়। পাশাপাশি হেয়ার কাটেও আনা হয় পরিবর্তন। ঈদের দিনে সবার নজর কাড়তে চাইলে একটি মানানসই হেয়ার কাট নেওয়া দরকার। যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। সঠিক হেয়ার কাট সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
নারীদের জন্য হেয়ার কাট বাছাই করা আরও গুরুত্বপূর্ণ, কারণ চুলের স্টাইল মুখাবয়বের সৌন্দর্য বাড়িয়ে তোলে। চলুন জেনে নেই, কোন হেয়ার কাট এবার নারীরা বেশি পছন্দ করছেন।

লেয়ার কাট

যারা লম্বা চুল পছন্দ করেন, তাদের জন্য লেয়ার কাট দারুণ উপযুক্ত। এটি চুলে ভলিউম আনে এবং সুন্দর ঢেউ খেলানো লুক দেয়।

স্টেপ কাট

এই কাটটি লেয়ার কাটের মতোই, তবে এতে চুলের বিভিন্ন স্তর (স্টেপ) আলাদা ভাবে দেখা যায়। ঈদে স্টাইলিশ ও ফ্যাশনেবল লুক পেতে এটি দারুণ।

বব কাট
যারা ছোট চুল পছন্দ করেন, তাদের জন্য বব কাট একটি অসাধারণ অপশন। এটি গরমের সময় আরামদায়ক ও সহজেই মেইনটেইন করা যায়।

লং বব বা লব
যারা খুব ছোট চুল চান না, কিন্তু লম্বাও রাখতে চান না, তাদের জন্য লং বব আদর্শ। এটি আধুনিক এবং ওভাল বা হার্ট শেপড মুখের জন্য বেশ উপযোগী।

ফ্রেঞ্জ কাট
এটি বিশেষত তরুণীদের মধ্যে জনপ্রিয়। সামনে কপালের ওপর কিছু চুল রেখে দেওয়া হয়, যা বেশ কিউট ও ফ্যাশনেবল লুক দেয়।

Link copied!